বিশ্বকাপের শেষ ষোলোর চূড়ান্ত সূচি

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপের শেষ ষোলোর চূড়ান্ত সূচি
শনিবার, ৩ ডিসেম্বর ২০২২



বিশ্বকাপের শেষ ষোলোর চূড়ান্ত সূচি

চরম নাটকীয়তা আর টানটান উত্তেজনায় ভরা এবারের ফুটবল বিশ্বকাপ। অঘটনের বিশ্বকাপে আকাশ সমান প্রত্যাশা নিয়ে এসেও খালি হাতে ফিরেছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি, দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও গেল আসরের সেমিফাইনালিস্ট বেলজিয়ামের মতো দল। শনিবার (৩ ডিসেম্বর) পর্দা উঠছে নকআউট পর্বের।

মরুর বুকে প্রথমবারের মতো অনুষ্ঠিত দ্য গ্রেটেস্ট শো অন আর্থের গ্রুপ পর্বে একের পর এক অঘটন দেখেছে বিশ্ব। গ্রুপ পর্বের শুরুর অঘটনটা হট ফেভারিট আর্জেন্টিনার সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে। আর শেষটা হয়েছে ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের হারে।

গ্রুপ পর্বে ১৩ দিনের লড়াইয়ে অনেক অঘটনের দৃশ্যপট মঞ্চায়িত হয়েছে। যেখানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নকআউট পর্বে যেতে ব্যর্থ হয়। অপরদিকে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েও রয়েছে সেই তালিকায়। বিশ্বকাপের ২২তম আসরের শেষ ষোলোর দলগুলো চূড়ান্ত হয়েছে।

রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’- এর রানার্সআপ মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও এদিনই মাঠে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

চলুন এক নজরে দেখে নেয়া যাক, বিশ্বকাপের শেষ ষোলোর সূচি-

শনিবার (৩ ডিসেম্বর): নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র, রাত ৯টা; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া, রাত ১টা

রোববার (৪ ডিসেম্বর): ফ্রান্স-পোল্যান্ড, রাত ৯টা; ইংল্যান্ড-সেনেগাল রাত ১টা

সোমবার (৫ ডিসেম্বর): জাপান-ক্রোয়েশিয়া, রাত ৯টা; ব্রাজিল-দক্ষিণ কোরিয়া, রাত ১টা

মঙ্গলবার (৬ ডিসেম্বর): মরক্কো-স্পেন, রাত ৯টা; পর্তুগাল-সুইজারল্যান্ড, রাত ১টা

বাংলাদেশ সময়: ১৬:৩৯:২০   ২১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ