বড়দিনের উৎসবে মেতেছে পশ্চিম তীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » বড়দিনের উৎসবে মেতেছে পশ্চিম তীর
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



বড়দিনের উৎসবে মেতেছে পশ্চিম তীর

চোঁখ ধাঁধানো আতশবাজি আর মন মাতানো সব অনুষ্ঠানে নিয়ে আসন্ন বড়দিন উপলক্ষে সাজানো হয়েছে অধিকৃত পশ্চিম তীরে বেথেলহেম শহর। করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পুনরায় আয়োজিত হয়েছে বর্ণিল উৎসব। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উচ্ছ্বসিত পর্যটকরাও। এদিকে উৎসবের আমেজে সাজসাজ রব কলম্বিয়ার রাজধানী বোগোতায়।

পশ্চিম তীরে বেথেলহেম শহর ঢেকে গেছে বর্ণিল আলোর চাদরে। একের পর এক আতশবাজিতে সে সৌন্দর্য বেড়েছে বহুগুণে। শনিবার (০৩ ডিসেম্বর) অধিকৃত পশ্চিম তীরের বেথেলহেম নেটিভিটি চার্চের বাইরে বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় চমৎকার এক লাইটিং শোয়ের। শহরটির ম্যাঙ্গো স্কয়ারে বহু মানুষের সমাগমে জমে ওঠে উৎসব।

এ ছাড়া ৫২ ফুট লম্বা একটি ক্রিসমাস ট্রিকে আপাদমস্তক সাজানো হয় রংবেরংয়ের এলইডি লাইট দিয়ে। পাশাপাশি সান্তা ক্লজের পোশাক পড়ে ঘুরেও বেড়ান অনেকে। চলে স্টেজ পারফরমেন্স। মহামারি করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার কারণে এবারের আয়োজনে আনন্দের মাত্রটা অনেক বেশি বলে জানান ঘুরতে আসা স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।

উৎসবে আসা একজন পর্যটক বলেন, এখানে পরিবেশ খুব সুন্দর। কর্তৃপক্ষ পুরো শহরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। বাচ্চাদের জন্য এখানে খেলাধুলা ব্যবস্থা করা হয়েছে।

আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, রাজনৈতিক অস্থিরতায় আমরা সব সময় খুবই বাজে পরিস্থিতির মধ্যে থাকি। তবে এবার ডিসেম্বরে শুরু থেকে বেথেলহেম আমাদের মাঝে অনেক আনন্দ নিয়ে এসেছে।

বড়দিনের আমেজে সাজ সাজ রব কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও। আসন্ন বড়দিন উপলক্ষে শুক্রবার শহরটির বোটানিকাল গার্ডেনে আয়োজন করা হয়েছে চমৎকার এক প্রদর্শনীর। পাখি, ফুল, পাতা, মৌমাছিসহ নানা ধরনের জীবজন্তুকে লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়। বড়দের পাশাপাশি শিশুদের জন্যও আয়োজন করা হয় নানা অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১২:০৩:৪৮   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৪২
মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ, নিখোঁজ ২
ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, জানালেন পুতিন
গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের
গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
সম্পর্ক জোরদারে ব্রাসিলিয়ায় শি জিনপিং-লুলা বৈঠক
হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর
ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ইরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ