নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলো বাংলাদেশ নারী দল

প্রথম পাতা » খেলাধুলা » নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলো বাংলাদেশ নারী দল
রবিবার, ৪ ডিসেম্বর ২০২২



নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলো বাংলাদেশ নারী দল

এক ম্যাচ বাকী থাকতেই নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ নারী দল।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নিউজিল্যান্ডের কাছে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানে অলআউট হয়ে ১৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ডের নারীরা।
ডানেডিনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৮ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৬ রান করেন অ্যামেলিয়া কার।
বল হাতে বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন পেসার মারুফা আকতার। ১টি করে শিকার করেন রিতু মনি ও রুমানা আহমেদ।
১৪৯ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৪ রানের মধ্যে দুই ওপেনার প্যাভিলিয়নের পথ ধরেন। মিডল-অর্ডারে ছোট-ছোট ইনিংস খেলে দলকে লড়াইয়ে রেখেছিলেন শারমিন আকতার, অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হক। কিন্তু তাদের ধীর গতির ব্যাটিং বাংলাদেশের আস্কিং রেট বাড়িয়ে দেয়।
ডেথ ওভারে দ্রুত রান তুলতে না পারলে হার বরণ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। নিগার ৩৩ বলে ৩১, শারমিন ৩০ বলে ২২ ও ফারজানা ১৪ বলে ১৫ রান করেন।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর কুইন্সটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৩   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ