সরিষাবাড়ীতে এলজিইডি’র রাস্তা উদ্ধারে উচ্ছেদ অভিযান 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে এলজিইডি’র রাস্তা উদ্ধারে উচ্ছেদ অভিযান 
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২



---

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের পঞ্চপীর বাজারে এলজিইডি রাস্তার দুইপাশ দখল করে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা এলজিইডি।

সোমবার(৫ ডিসেম্বর) সকাল থেকে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ জোবায়ের হোসেনের নেতৃত্বে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের জেলার কর্মকর্তা কর্মচারি ও সরিষাবাড়ী পৌর মেয়রসহ সংশ্লিষ্ট এলাকার কাউন্সিল ও থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ এলজিইডি রাস্তার উপর বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে। এ কারণে সোজা রাস্তাটি ধীরে ধীরে পাকা হয়ে যায়।

সম্প্রতি ওই রাস্তাটির বরাদ্দকৃত সংস্কার কাজ করতে এসে এলজিইডি দেখতে পায় তাদের অধিকরণকৃত জায়গা এলাকার বেশকিছু ব্যবসায়ী বেদখল করে দোকানপাট তুলে ব্যবসা করে আসছে।

পরে রাস্তার কাজ বন্ধ রেখে ওই সকল ব্যবসায়ী ঘর মালিকদের ঘরগুলো ভেঙ্গে নেওয়ার জন্য লিখিতভাবে পত্র দিয়ে জানান এলজিইডি। কিন্তু ঘর মালিকেরা ঘরগুলো না সরিয়ে বরং উল্টো এলজিইডি নোটিশ উপেক্ষা করে পূর্বের ন্যায় ব্যবসা করে আসে। পরে এলজিইডি কোর্টের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালিয়ে বেদখলকৃত জায়গা উদ্ধার করছে বলে জানান সংশ্লিষ্টগণ।

এ বিষয়ে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন জানান ঘর মালিকদেরকে বেশ কয়েকবার সর্তককরণ নোটিশ দেয়া হয়েছে। এর পরেও তারা সরকারি কাজে সহায়তা না করে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।

স্থানীয় শহিদুল ইসলাম নামে এক ওষুধ ব্যবসায়ী জানান, আমি বিগত ২০ বছর যাবত এই বাজারে ব্যবসা করে আসছি। রাস্তার দুপাশে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি দখল করে রাস্তাটির সংকীর্ণ করে রেখে ছিল। আজ এলজিইডি মাধ্যমে পুনঃদ্ধার হলো। আমি সাধুবাদ জানাই এলজিইডি’কে।

বাংলাদেশ সময়: ২৩:১২:২৩   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ