রংপুরে আ.লীগের প্রার্থী ডালিয়ার ইশতেহার ঘোষণা 

প্রথম পাতা » ছবি গ্যালারী » রংপুরে আ.লীগের প্রার্থী ডালিয়ার ইশতেহার ঘোষণা 
শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২



রংপুরে আ.লীগের প্রার্থী ডালিয়ার ইশতেহার ঘোষণা 

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ২৯ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশিদ, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন,মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার।

ইশতেহার ঘোষণায় ডালিয়া বলেন, ‘পরিকল্পিত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও যানজট সমস্যা সমাধান করা হবে। শ্যামা সুন্দরী খালের দুপাশে মাটি ভরাট করে উঁচু করা হয়েছে। সেখানে ওয়ানওয়ে রাস্তা তৈরি করব, যাতে রিকশা-অটোরিকশা চলাচল করতে পারে। স্থানীয় সরকারের আওতায় যেসব স্কুল-কলেজ রয়েছে, তা উন্নয়নের চেষ্টা করব। নারীদের কাজের সুযোগ আছে এমন প্রকল্প আরও বৃদ্ধি করার চেষ্টা করব। বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ পর্যায়ে কাজ করা হবে। আমি মেয়র হলে রংপুর সিটি করপোরেশনের মধ্যে ৫টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করব। রসিকের যে কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেগুলোতে অ্যাম্বুলেন্স নিয়ে আসার চেষ্টা করব। নারীদের জন্য কুটির শিল্প বেশি করে করার চেষ্টা করব। কারণ, কুটির শিল্প স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সম্পর্কিত’।

তিনি আরও বলেন, ‘সবাই আমাকে চেনেন, জানেন। আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তির সরকারকে আগামী ২৭ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে। আমি বিশ্বাস করি রংপুরের মানুষ আর ভুল করবে না’।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪৫   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না: দুলু
১৫ বছর পর দেশে ফিরলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ
অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কে রূপান্তরিত হতে পারে: অ্যাটর্নি জেনারেল
শীতের মধ্যেই রেকর্ড বৃষ্টির শঙ্কা
মুক্তিযোদ্ধাদের ডিসি ‘যেকোন প্রয়োজনে আমরা এগিয়ে আসবো’
আড়াইহাজারে বিএনপি নেতা সুমনের স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
এশিয়ায় শান্তি-নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহযোগিতার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
গণমাধ্যম সংস্কারে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ