পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি বলেন, যেদিকে তাকাই সেদিকে উন্নয়নের ছোঁয়া। এটা মমতাময়ী মা শেখ হাসিনার অবদান। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ।
আজ রোববার শরীয়তপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা সাধারণ মানুষকে নিয়ে ভাবেন। ‘গ্রাম হবে শহর’ এই চিন্তা নিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
শরীয়তপুর জেলাকে সন্ত্রাস, মাদক ও ইভটিজিংমুক্ত জেলায় গড়ে তোলার আহ্বান জানিয়ে শামীম বলেন, এসব ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। সাধারণ মানুষ যাতে নিরাপদে নিশ্চিন্তে শান্তিতে ঘরে ঘুমাতে পারে সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে।
এনামুল হক শামীম বলেন, ইউনিয়ন পরিষদগুলোকে আরও কার্যকর করতে হবে। বয়স্কভাতা, বিধবাভাতাসহ সকল সেবার মান আরও বাড়াতে হবে।
উপমন্ত্রী বলেন, জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করে সেবক হয়ে কাজ করতে হবে। সবাই যাতে দ্রুত সময়ে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বে অনন্য মর্যাদা পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই পদ্মাসেতু হয়েছে। শরীয়তপুরে এখন আর নদীভাঙন নেই।
জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. সাইফুল হক, সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রাহমান জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরীফুল হাসানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ সভায় বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:০১ ২৭৬ বার পঠিত