সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৯৭তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৯৭তম বৈঠক অনুষ্ঠিত
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২



---

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২২ : একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৯৭তম বৈঠক কমিটি সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ড. মহীউদ্দিন খান আলমগীর, মোঃ আব্দুস শহীদ, মোঃ শহীদুজ্জামান সরকার, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু) ও মোঃ জাহিদুর রহমান অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য অডিট অধিদপ্তর কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ২০১৭-১৮ অর্থবছরের বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নম্বর-০৬/২০২১ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ ও ২৩ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটির বৈঠকে অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ৭ এবং ১১(ক) ও ১১ (খ) নিষ্পত্তি করা হয়। অনুচ্ছেদ নং-১৪তে চুক্তিবদ্ধ কোম্পানিকে অর্থ পরিশোধের পর অতিরিক্ত অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদানের সুপারিশ করা হয়।

বৈঠকে অডিট আপত্তির ১৫নং অনুচ্ছেদে উল্লেখকৃত প্রতিষ্ঠানের অনিয়ম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় কমিটির ৯৪তম, ৯৫তম ও ৯৬তম বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণের বিষয়ে পর্যালোচনা করা হয়।

বৈঠকে উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, সিএমএসডি, সিএজি কার্যালয় ও স্বাস্থ্য অডিট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৪:২৪   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ