ইসমাইল হোসেন জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার,থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর সহ জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মানিক।
এছাড়াও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনীতিক, সামাজিক ও সংস্কৃতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে ১০ থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণীর সকল বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে। আর এ হত্যাকাণ্ডে রাজাকার, আল বদর, আল সামস বাহিনীর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে এদেশেরই কিছু মীর জাফর মানুষ।
বাংলাদেশ সময়: ১৭:০৭:২৭ ২৮৩ বার পঠিত