স্পীকারের সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার-এর সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার-এর সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



স্পীকারের সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার-এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২২,নিউজটুনারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী   এমপি-র সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, নারীশিক্ষায় অগ্রগতি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি বাংলাদেশের ভূমিকা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রা স্থিতিশীল অবস্থায় রয়েছে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দারিদ্র্যের হার চল্লিশ হতে একুশ শতাংশে নেমে এসেছে। মাতৃমৃত্যু হ্রাস, মাতৃত্বকালীন ভাতা, অতিদরিদ্র নারীদের জন্য নগদ অর্থ সহায়তা, মেয়েদের উচ্চতর শিক্ষা অর্জন করে স্বাবলম্বী হওয়া ইত্যাদি ক্ষেত্রে সরকার ব্যাপক সুযোগ-সুবিধা বিস্তৃত করেছে। খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সরকার দরিদ্র শ্রেণীর পুষ্টির চাহিদা মেটাতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করছে। বাল্যবিবাহ ও নারী সহিংসতা প্রতিরোধের মাধ্যমে লিঙ্গ বৈষম্য অর্জনে বর্তমান সরকার বিশেষ সাফল্য অর্জন করেছে। তৃণমূল পর্যন্ত নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন সরকার নিশ্চিত করেছে। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইউএনডিপি বাংলাদেশের কারিগরি সহায়তায় বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়নাধীন সংসদ সদস্যদের এলাকাভিত্তিক ‘মাই কনস্টিটিউয়েন্সি’ এপে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, দারিদ্র্য হ্রাস, বিদ্যুৎ সুবিধা, কৃষি, শিশুমৃত্যু হ্রাস, মাতৃমৃত্যু হ্রাস, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ইত্যাদি মৌলিক খাতসমূহের তথ্যাদি এলাকাভিত্তিক সন্নিবেশিত থাকবে যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এসময়, উন্নত বাংলাদেশ নির্মাণে ইউএনডিপি বাংলাদেশের অব্যাহত সহযোগিতা কামনা করেন স্পীকার।

বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে স্টেফান লিলার বলেন, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। বাংলাদেশের অবকাঠামোগত ও অন্যান্য উন্নয়ন দৃশ্যমান। ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকেই ইউএনডিপি বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে। জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ইউএনডিপি বাংলাদেশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৩৬   ২৩৫ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সহধর্মিণী হারালেন নাট্যজন মামুনুর রশীদ
লেবাননে পেজার বিস্ফোরণে ৯ জন নিহত, ২ হাজার ৮শ’ আহত
এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে : প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
রূপপুর প্রকল্পের সমাপ্তির আশ্বাস রাশিয়ার
যমুনা সার কারখানা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বাংলাদেশ সমবায় ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সালমানসহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির ১৭ মামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ