মিয়ানমারের আন্তরিকতার অভাবের জন্য রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিশ্ব মোড়লদেরও কিছু দায়িত্ব রয়েছে। তবে সে ক্ষেত্রে তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। ’
রবিবার (১৮ ডিসেম্বর) সকালে সিলেটে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের একার কাজ না।
বিশ্ব মোড়লদেরও কিছু দায়িত্ব রয়েছে। তবে সে ক্ষেত্রে তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। আর এতেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। ’
তিনি বলেন, ‘বিভিন্ন দেশকে বলেছি কিছু লোক নিয়ে যান। সে কাজ স্বল্প পরিসরে শুরু হয়েছে। তবে আমরা আশাবাদী রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফেরত যাবে। ’
ড. আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গারা ক’দিন পরে পরে আমাদের দেশে আসে। সত্তরের দশকে আসছে, আশির দশকে, নব্বইয়ের দশকে আসছে। পরে মিয়ানমার সরকার তাদের নিয়েও গেছে, আলাপ-আলোচনার মধ্য দিয়ে। এবারে সংখ্যাটা অনেক বেশি। ’
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দারিদ্র্য একটা অভিশাপ। সে জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন দেশে কোনো দরিদ্র থাকবে না। ২০৩০ সালের মধ্যে দেশে অতি দারিদ্র্যসীমার হার ৩ শতাংশের নিচে নিয়ে আসার কাজ চলছে। ’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এরপর দুপুরে সিলেট মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুপুর ১২টার দিকে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৯:০০ ২৩০ বার পঠিত