বিশ্বকাপে জিতে কত টাকা পেল আর্জেন্টিনা?

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বকাপে জিতে কত টাকা পেল আর্জেন্টিনা?
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



বিশ্বকাপে জিতে কত টাকা পেল আর্জেন্টিনা?

দীর্ঘ ২৮ দিনের লড়াইয়ের পর শেষ হলো বিশ্বকাপ মহারণ। কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। আর এতেই মেসির ক্যারিয়ারে পূর্ণতা পেয়েছে। মেসির স্বপ্ন পূরণের দিন তার দল পাচ্ছে কোটি কোটি টাকা।

ফুটবল বিশ্বকাপেকে সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বলা হয়। তাই এটিকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। তবে বিজয়ী দল শিরোপার পাশাপাশি কোটি কোটি অর্থও পেয়ে থাকে ফিফার কাছ থেকে।

এবারের বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা পাচ্ছে ৪৩৯ কোটি টাকা। এদিকে রানার্স আপ দল ফ্রান্স পাচ্ছে ৩১৩ কোটি টাকা। আর তৃতীয় নম্বর দল ক্রোয়েশিয়া পাচ্ছে ২৮২ কোটি টাকা এবং চতুর্থ নম্বর দল মরক্কো পাচ্ছে ২৬০ কোটি টাকা।

শুধু তাই নয়, গ্রুপ পর্ব থেকেও যে দলগুলো বাদ নিয়েছে তারাও পেয়েছে কোটি টাকা করে। বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দল অর্থাৎ ৩২টি দলই পাবে ৯৪ কোটি টাকা। বিশ্বকাপ চলাকালীন ফিফা মোট ৪৬০ কোটি টাকা ব্যয় করছে। যা বিভিন্ন দলকে প্রাইজমানি হিসেবে দেয়া হবে। এর মধ্যে রয়েছে ম্যাচ ফি, গোল ফি, অংশগ্রহণ ফি, কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল পর্ব ওঠার ফি।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালের টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় আলবিসেলেস্তারা।

কাতার বিশ্বকাপের ট্রফি জেতার পাশাপাশি আর্জেন্টিনার তিন ফুটবলার জিতেছেন ব্যক্তিগত পুরস্কার। বিশ্বকাপের গোল্ডেন বল পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

এদিকে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার উঠেছে এনজো ফার্নান্দেজের হাতে। আর কাতার বিশ্বকাপে দুইবার দলকে পেনাল্টি শুট আউটে জয় এনে দেয়া এমিলিয়ানো মার্টিনেজ পেয়েছেন ‘গোল্ডেন গ্লাভস’ এর পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৪৬   ২৫৩ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইউক্রেনে কোন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, জানালেন পুতিন
গাজায় ১৩ মাসে ৪৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল!
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের
গাজায় আরও ৮৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
সম্পর্ক জোরদারে ব্রাসিলিয়ায় শি জিনপিং-লুলা বৈঠক
হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা নেতানিয়াহুর
ইইউ ও ব্রিটেনের নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করলো ইরান
ভিয়েতনামের অস্ত্র প্রদর্শনীতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েল
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৭৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ