বন্দরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



বন্দরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

নারায়ণগঞ্জের বন্দরে দি অপটিমিস্টস্ নারায়ণগঞ্জ’র উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

দি অপটিমিস্ট, নিউইয়র্ক, আমেরিকা এর বাংলাদেশ ব্রাঞ্চ তথা নারায়ণগঞ্জ এর জেলা পরিচালক আলহাজ্ব ইউসুফ মিয়ার সভাপতিত্বে এ মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার নির্বাহী অফিসার বি এম কুদরত এ খুদা।

অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দি অপটিমিস্ট, নিউইয়র্ক, আমেরিকা এর বাংলাদেশ ব্রাঞ্চ তথা নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি (অবঃ) দি অপটিমিস্টস বাংলাদেশ ব্রাঞ্চ এর কান্ট্রি ডিরেক্টর (সুদূর সিলেট থেকে আগত) বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আব্দুস সালাম চৌধুরী, বন্দর উপজেলার প্রাক্তন চেয়ারম্যান ও নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ। ইউ এস এ প্রবাসী ও স্পন্সর আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ চঞ্চল, স্পন্সর সাইদুল করিম ও প্রজেক্ট ডিরেক্টর (এডমিনিস্ট্রেশন, ফিন্যান্স এন্ড একাউন্ট) শহীদুল ইসলাম প্রমূখ।

২০০৩ সাল থেকে শুরু করে এ যাবৎ এমনিভাবে পর্যায়ক্রমে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা বৃক্তি প্রদান করে আসছে দি অপটিমিস্টস্ নারায়ণগঞ্জ জেলা। এরই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর’২০২২ তথা মঙ্গলবার সকাল ১১ টায় নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর নতুন ভবনে বরাবরের মত এ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এবারে মোট ৩৮জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটু। এ সময় শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন প্রবাসীরা তাদের অর্থ দিয়ে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ব বোধ থেকে স্পন্সর করে। প্রবাসীরা পাশে থেকে শিক্ষার্থীদেরকে এগিয়ে নেয়ার লক্ষে দি অপটিমিস্টস্ কে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

অপটিমিস্টস্ এর প্রতিটি সদস্যরা কোন পারিশ্রমিক না নিয়ে অপটিমিস্টস্ এর জন্য কাজ করে। দি অপটিমিস্টস্ শুধু মাত্র শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের কাছে দোয়া প্রার্থনা করে।

বাংলাদেশ সময়: ২৩:০২:৩০   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ