মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : গাড়িতে কম্বল নিয়ে বেদেপল্লিতে গেলেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। পলিথিনের ছাউনির ভেতরে বসবাসকারী বেদে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন কম্বল।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুরের দমদমা ব্রিজের পাশে ভাসমান বেদেপল্লিতে শীতের কম্বল বিতরণ করেন তিনি।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, উত্তরে শীতের আগমন ঘটায় ছিন্নমূল মানুষরা কষ্টে দিনযাপন করছেন। তাদের পাশে এখনই দাঁড়ানোর সময়। এ রকম যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের পর্যায়ক্রমে শীতবস্ত্র দেওয়া হবে। এ সময় তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানান।
শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ ডব্লিউ এম রায়হান শাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম আখতারুজ্জামান প্রমুখ।
এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত রংপুর জেলার জন্য ৫৫ হাজার পিস কম্বল বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে প্রতি ইউনিয়নে ৪৯০টি করে বিভিন্ন উপজেলায় ৩৮ হাজার ৭১০টি কম্বল বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশন এলাকার জন্য রয়েছে ১৬ হাজার ২৯০টি কম্বল।
বাংলাদেশ সময়: ১৪:৫৪:২৮ ২৩৫ বার পঠিত