২২ ডিসেম্বর ২০২২ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি আসন্ন বড়দিন উৎসব উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৩৬টি খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবারের মাঝে নগদ অর্থ উপহার হিসেবে প্রদান করেছেন। উল্লেখ্য, যিশুখ্রিস্টের জন্মদিন ২৫ ডিসেম্বর পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ উৎসব, যা সার্বজনীন আনন্দের বার্তা দেয়। ইসলাম ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী ও বৌদ্ধ ধর্মাবলম্বী অসংখ্য পরিবারের মাঝে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অনেক বছর যাবৎ উপহার সামগ্রী প্রদান করে আসছেন অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক ওয়াসিকা আয়শা খান এমপি।
ওয়াসিকা আয়শা খান এমপি বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মাবলম্বী ব্যক্তিগণ কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। স্বাধীন বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে, সম্মানের সঙ্গে পালন করছে। ধর্ম যার যার উৎসব সবার- চেতনাকে ধারণ করে উৎসবগুলো একসাথে উদযাপন করে আসছে এদেশের মানুষ। এটাই বাংলাদেশের বড় একটি অর্জন। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে বর্তমানে বাংলাদেশকে সকলেই সম্মানের চোখে দেখে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে শান্তিপূর্ণভাবে সকল ধর্মের মানুষ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে হাতে হাত মিলিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানান ওয়াসিকা আয়শা খান এমপি।
বাংলাদেশ সময়: ১৫:৫৩:৪০ ১৮০ বার পঠিত