সোনারগাঁয়ের দুর্ধর্ষ কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান বাবুসহ গ্রেপ্তার ৭ 

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ের দুর্ধর্ষ কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান বাবুসহ গ্রেপ্তার ৭ 
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২



সোনারগাঁয়ের দুর্ধর্ষ কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান বাবুসহ গ্রেপ্তার ৭ 

সোনারগাঁয়ের দুর্ধর্ষ কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর প্রধান বাবুসহ ওই গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো মো. বাবু মিয়া (২২), মো. শাহজালাল শাহা (২২), মো. রাসেল (২৪), মো. মোখলেছুর রহমান মোক্কা (২৮), মো. শান্ত আহমেদ রানা (১৯), মো. মুমিন (২৫), ও মো. জুম্মন (১৯)।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৫ টি চাকু, ১ টি টেটা ও ১ টি ফলা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “টাইগার গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় নিম্নেবর্ণিত মামলা রয়েছে :

গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ বাবু মিয়া (২২) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রয়েছে যথাক্রমেঃ

১। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২৩, তারিখ- ১৭ আগস্ট ২০২২, জি আর নং-৩৭৬, তারিখ- ১৭ আগস্ট, ২০২২ সময়- দুপুর ১২.৪৫ ঘটিকা। ধারা- ৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড-১৮৬০, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী -

২। নারায়ণগঞ্জ এর রুপগঞ্জ থানার এফআইআর নং-১৬, তারিখ- ০৫ জুন, ২০২২, সময়- ১৪.১০ ধারা- ৪(১)/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী - চার্জশীট-৩৩৬, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।

গ্রেফতারকৃত ২ নং আসামী মোঃ শাহজালাল শাহা (২২) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রয়েছে যথাক্রমেঃ

ডিএমপি এর খিলগাঁও থানার নন এফআইআর নং-১৭৩/২১, তারিখ- ১৯ জুন ২০২১, সময়- ০১.৩০ ঘটিকা। ধারা- , এই মামলায় সে সাধারণ ডায়েরীতে অভিযুক্ত।

গ্রেফতারকৃত ৩নং আসামী মোঃ রাসেল (২৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রয়েছে যথাক্রমেঃ

১। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২৩, তারিখ- ১৭ আগস্ট ২০২২, জি আর নং-৩৭৬, তারিখ- ১৭ আগস্ট, ২০২২; সময়- দুপুর ১২.৪৫ ঘটিকা। ধারা- ৩৯৯/৪০২/৩৪ পেনাল কোড-১৮৬০, এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী -

২। কুমিল্লা এর হোমনা থানার এফআইআর নং-১/১০৮, তারিখ- ০২ ডিসেম্বর ২০২১, জি আর নং-১০৮/২১, তারিখ- ০২ ডিসেম্বর, ২০২১; সময়- রাত্র ০০.৩৫ ঘটিকায় ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০, এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ।

গ্রেফতারকৃত ৫ নং আসামী মোঃ শান্ত আহমেদ রানা (১৯) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রয়েছে যথাক্রমেঃ

নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-২৬, তারিখ- ১১ জুন ২০২২, জি আর নং-২৭১, তারিখ- ১১ জুন ২০২২, সময়- ২০.১৫ ঘটিকা ধারা- ৪(১)/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৩   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ