রণবীর-বরুণকে বাস্তবেই চড় মেরেছিলেন জ্যাকলিন!

প্রথম পাতা » ছবি গ্যালারী » রণবীর-বরুণকে বাস্তবেই চড় মেরেছিলেন জ্যাকলিন!
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



রণবীর-বরুণকে বাস্তবেই চড় মেরেছিলেন জ্যাকলিন!

একের পর এক বিতর্ক ঘিরে রেখেছে বলি সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজকে। এর মধ্যেই মুক্তি পেল তার নতুন ছবি ‘সার্কাস’। ছবিতে রণবীর সিং-এর নায়িকা তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর-বরুণকে প্রথম দিন শুটিং সেটে চড় মারার কথা

২০০ কোটির জালিয়াতির মামলায় গত কয়েক মাস ধরেই চর্চায় নায়িকা। শুধু তাই নয়, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস হয়ে যাওয়ায়ও অস্বস্তিতে জ্যাকলিন। তবে এত বিতর্কের মাঝেও থমকে নেই জ্যাকলিনের পেশাদার জীবন। শুক্রবারই (২৩ ডিসেম্বর) মুক্তি পেল জ্যাকলিনের নতুন ছবি ‘সাকার্স’। এ ছবিতে রণবীর সিং-এর নায়িকা তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকলিন ফাঁস করলেন ছবির শুটিং-এর প্রথম দিন নাভার্সনেসের কারণে কী এক ঘটনা তিনি ঘটিয়েছিলেন।

পরিচালক রোহিত শেঠির এই ছবির সেটে নায়ক রণবীর এবং অভিনেতা বরুণ শর্মাকে সপাটে চড় মেরে বসেন জ্যাকলিন। শ্রীলঙ্কান সুন্দরীর কথায়: ‘প্রথম দিন শুটিং-এ আমি খুব নার্ভাস ছিলাম, শট চলছিল সেখানে আদতেই আমি রণবীর ও বরুণকে চড় মেরে বসি। আমি এতটাই নার্ভাস ছিলাম যে চড় মারার অভিনয় না করে বাস্তবেই কষিয়ে চড় মারি। এর খানিক পর ধাতস্থ হয়েছিলাম আমি, বরফ গলেছিল।’ ছেড়ে দেয়ার পাত্র নন রণবীর। ফুট কেটে পাশ থেকে নায়ক বলেন, ‘হ্যাঁ, ওর বরফ গলানোর চক্করে আমার তো চোয়াল ভেঙে যাচ্ছিল, আমাকে তো সেখানে বরফ ঘষতে হয়েছে তারপর।’

শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘কমেডি অব এররস’-এর অনুপ্রেরণায় গড়ে উঠেছে সার্কাস-এর চিত্রনাট্য। ছবিতে দ্বৈত ভূমিকায় থাকছেন রণবীর ও বরুণ। রণবীরের নায়িকা হিসেবে দেখা মিলবে জ্যাকনিল ও পূজা হেগড়ের।

এই মাল্টিস্টারার ছবিতে থাকছেন টিকু তালসানিয়া, ব্রজেশ হিরজে, অশ্বনি কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুরলি শর্মার মতো একাধিক চরিত্রাভিনেতা। ১৯৬০-এর প্রেক্ষাপটে গড়ে উঠেছে এই ছবির গল্প। ‘সিম্বা’ এবং ‘সূর্যবংশী’র পর রোহিত শেঠির আরও এক ছবিতে দেখা মিলল রণবীরের।

এই প্রথম কোনো বলিউড ছবির অনুপ্রেরণা নয় ‘কমেডি অব এররস’। এর আগে সঞ্জীব কুমারের ‘অঙ্গুর’, কিশোর কুমারের ‘দো দুনি চার’-এর মতো ছবিও শেক্সপিয়ারের এই নাটককে ভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরেছে। রোহিত শেঠির ছবিতে নতুন কী চমক থাকে, সেটাই দেখার অপেক্ষা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১৪:৫৫:২৫   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা চরমে
বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ