“লিভার ট্রান্সপ্লান্ট, ক্যানসার চিকিৎসা ও পেশেন্ট সেইফটি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে আমেরিকার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর”
গতকাল ২১ ডিসেম্বর, ২০২২ তারিখে আমেরিকার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টার, ওমাহা, নেব্রাস্কার সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লিভার ট্রান্সপালান্ট, উন্নত ক্যান্সার চিকিৎসা এবং পেশেন্ট সেইফটি বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দুইদিনব্যাপী উভয় পক্ষের মধ্যে আলোচনার ধারাবাহিকতায় একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, এমপি এবং ইউএনএমসি’র পক্ষে ইউএনএমসি’র চ্যান্সেলর Jeffery P. Gold নেতৃত্ব দেন। অনুষ্ঠানে সমঝোতার স্মারকটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্ম-কৌশল নির্ধারণে শীঘ্রই উভয় পক্ষের মধ্যে আরো নিবিড় আলোচনা ও যোগাযোগ হবে মর্মে দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় বাংলাদেশ চিকিৎসা খাতের উন্নয়নে সম্ভব্য যৌথ উদ্যোগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট, উন্নত ক্যান্সার চিকিৎসা, পেশেন্ট সেইফটি ইত্যাদি চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। জটিল এসকল রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, প্যাথলজিস্ট, অ্যানেসথেসিস্ট ও সংশ্লিষ্ট সকলকে কীভাবে উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশে মানসম্মতভাবে এ সকল চিকিৎসা সেবা প্রদান করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ প্রতিনিধি দল বাংলাদেশের বিদ্যমান জনবল, অবকাঠামো ইত্যাদি বিষয়ে আমেরিকার ইউএনএমসি প্রতিনিধিগণকে অবহিত করেন এবং লিভার ট্রান্সপ্লান্ট, ক্যান্সার চিকিৎসা ও পেশেন্ট সেইফটি বিষয়ে করণীয় জানতে চান এবং এ সকল বিষয়ে বাংলাদেশে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে সম্ভব্য সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।
ইউএনএমসি কর্তৃপক্ষ আন্তরিকতা ও মনোযোগ সহকারে বাংলাদেশ প্রতিনিধি দলের কথা শোনেন এবং সম্ভব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এসময় ইউএনএমসি কর্তৃপক্ষ করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের উদ্যোগের সাথে সংশ্লিষ্ট হতে আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টার, ওমাহা, নেব্রাস্কা, আমেরিকা (ইউএনএমসি) এর আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি’র নেতৃত্বে একটি বিশষজ্ঞ চিকিৎসক দল যুক্তরাষ্ট্র্র সফরে যান। বাংলাদেশ প্রতিনিধি দলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক,এমপি’র সাথে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, ক্যান্সার সার্জন খন্দকার এ বি এম আব্দুল্লাহ আল হাসান, ল্যাবরেটরি মেডিসিনের জুনিয়র কনসালটেন্ট ডা. মোঃ মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেয়াজুল হক।
আমেরিকার ইউএনএমসি প্রতিনিধি দলের পক্ষে আলোচনায় অংশ নেন Jeffery P. Gold, চ্যান্সেলর, UNMC, H. Dele Davies, সিনিয়র ভাইস চ্যান্সেলর ফর একাডেমিক এফেয়ার্স, Keith. F. Hansen, পরিচালক, পাবলিক হেলথ ইমারজেন্সি প্রিপায়ার্ডনেস এসোসিয়েশন, Raymond C. Bergan, উপ-পরিচালক, FRED & PAMELA BUFFET CANCER CENTER, John Lowe, Executive Director of Training & Education, Jane Meza, Associate Vice Chancellor for Global engagement, Wael EIRayes, Co-Director, Global Health and Development, College of Public Health সহ অন্যান্য উর্দ্ধতন কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬:৩০:৪১ ২০৯ বার পঠিত