বন্দরে আদর্শ বিদ্যানিকেতন স্কুলের উদ্বোধন 

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে আদর্শ বিদ্যানিকেতন স্কুলের উদ্বোধন 
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



বন্দরে আদর্শ বিদ্যানিকেতন স্কুলের উদ্বোধন 

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আলোকময় ঠিকানা, এই প্রতিপাদ্য কে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কুশিয়ারা এলাকায় স্থানীয় কিছু শিক্ষক এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুনভাবে আত্মপ্রকাশ হওয়া “আদর্শ বিদ্যানিকেতন” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ডিসেম্বর ) সকালে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নব প্রতিষ্ঠিত আদর্শ বিদ্যানিকেতন স্কুলের পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারিয়া আদর্শ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ এবং বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে নব প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান “আদর্শ বিদ্যানিকেতন” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব এবং স্টাডি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ লেখক সাহিত্যিক মোঃ আনোয়ার হোসেন।

এবং প্রধান আলোচক হিসেবে গুরুত্বপুর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু।

এছাড়া এই মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দীন কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এর প্রধান উপদেষ্টা মোঃ কুতুবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল কাইউম মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ মিনহাজ উদ্দিন আহমেদ,বন্দর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার আবদুস সালাম, ৯নং ওয়ার্ড মেম্বার ইয়াকুব হোসেন ইমরান, ৭নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ, বন্দর আদর্শ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ এডভোকেট রোকসানা বেগম মুক্তা, শিক্ষিকা রীনা বেগম,সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব রবি হোসেন, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী, ওয়ারীশ মিয়া প্রমুখ।

অনুষ্ঠান উপস্হপনা করেন আদর্শ বিদ্যানিকেতন স্কুলের প্রধান পরিচালক ও অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান, এ সময় এলাকার অনেক শিক্ষক শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, মুলত তিন জনের সমন্বয়ে শিক্ষা, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, শাস্তি নয় আনন্দের মাধ্যমে শিক্ষা দেয়া। মায়েরা যদি সন্তানদের ভালো শিক্ষা দেন তাহলেই আপনার সন্তান ভালো শিক্ষা পাবে, আপনি যদি ছোট্ট শিশুদের সাথে সালাম দেন তাহলে ওরা আপনাকে সালাম দেবে, সকলের সাথে ভালো আচরনের কারনে সকলের সমন্বয়ে মিলে মিশে আদর্শ বিদ্যানিকেতন একটা সুন্দর ও সুশৃঙ্খল বিদ্যালয়ে পরিনত হবে এটাই প্রত্যাশা আমাদের প্রত্যাশা।

সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্কুলের উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১৪:০৪   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুয়াকাটায় প্লাস্টিক দূষনের ভয়াবহতা চরমে
বিনিয়োগ ও বাণিজ্য প্রসারে পর্যটনের অবদান অপরিসীম - হাসান আরিফ
মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ - ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
ইসলামী ব্যাংকের সঙ্গে হাব-এর মতবিনিময় সভা
আদানির সঙ্গে আড়াইশ’ কোটি মার্কিন ডলারের চুক্তি বাতিল কেনিয়ার
বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ফেনসিডিল জব্দ
সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো আরএসএফ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৮২ জন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ