পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নারায়ণগঞ্জের মিশনপাড়া থেকে যখন বিএনপির মিছিল চাষাড়ায় গোল চত্বরে, তখন নিজের ব্যক্তিগত গাড়ীতে বসে চত্বরের আরেক পাশে অবস্থান নেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। প্রায় আধা ঘন্টা ধরে ওই মিছিল নজরে রাখেন তিনি। শনিবার বিকাল ৪ টায় শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির মিছিলের কথা শুনে শহরের চাষাঢ়া রনি ফার্মার সামনে অবস্থান নেন সংসদ সদস্য শামীম ওসমান। বিএনপির মিছিলটি শহরের মিশনপাড়া পূর্বদিক থেকে আসে। এ সময় শামীম ওসমান ও তার গাড়িচালক ছাড়া আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে শনিবার বিকেলে গণমিছিল বের করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। মিছিলকে কেন্দ্র করে শহরের মিশনপাড়া এলাকায় নেতাকর্মীরা জমায়েত হন।
শামীম ওসমান জানান, ‘বিএনপি ইদানিং মিছিল-মিটিংয়ে খুবই উশৃঙ্খল মন্তব্য করছে। তারা নোংরা ভাষা ব্যবহার করে। পুলিশের ওপর হামলা করে। একজন মানুষ মারা গেছে। এতে করে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না জননগণ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিও ক্ষিপ্ত বিএনপির উপর। তারা বিশৃঙ্খলা করলে পুলিশ তাদের নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমাদের নিজ দলের বা স্বাধীনতার স্বপক্ষের কেউ যাতে রেগে গিয়ে উল্টা-পাল্টা কিছু না ঘটাতে পারে, তাই দাঁড়িয়ে আছি।’
গাড়িতে বসে বিএনপির গণমিছিল দেস্খছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান
এ বিষয়ে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো ধরনের বাধা দেবো না। তবে তারা যদি কর্মসূচির নামে জনগণের জান-মালের ক্ষতি করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:৪২ ২৫৭ বার পঠিত