নাসিকের শেখ রাসেল পার্ক পরিদর্শনে রাজশাহীর মেয়র 

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাসিকের শেখ রাসেল পার্ক পরিদর্শনে রাজশাহীর মেয়র 
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



নাসিকের শেখ রাসেল পার্ক পরিদর্শনে রাজশাহীর মেয়র 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মিত শেখ রাসেল পার্ক পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় পার্কের ভিতরে বাহিরে ইর্কো আইটেম করায় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রশংসা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় দিক দেওভোগস্থ শেখ রাসেল পার্কে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র গাড়ী চড়ে প্রবেশ করেন তিনি। তার সাথে ছিলেন, বডিগার্ড সহ ৪জন।

জানা যায়, বিকালে শেখ রাসেল পার্কে ভিতরে প্রবেশ করেন মেয়র লিটন। এ সময় তিনি পার্কের প্রতিটি স্থানে যান এবং তার মোবাইল দিয়ে ছবি ও ভিডিও করেন। আকস্মিক পরিদর্শনে আসার সংবাদ নাসিক মেয়র ডা. আইভীকে জানান পার্কের দায়িত্বে থাকা কর্মকর্তারা। পরে মেয়র লিটনকে মুঠোফোনে নগরভবনে চা চক্রের আমন্ত্রণ জানান মেয়র আইভী।

এরপর পার্ক ঘুরে নগরভবনে যান মেয়র লিটন। ওখানে দুই মেয়র চা চক্রে আলাপচারিতায় উঠে আসে শেখ রাসেল পার্কের ইতিহাস। এ সময় মেয়র লিটনকে প্রেম বাঁধা শেখ রাসেল পাকের্র একটি ছবি তুলে দেন মেয়র আইভী। চা চক্রের পর পুনরায় শেখ রাসেল পার্কে পরিদর্শনে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নাসিক সিইও শহিদুল ইসলাম, মেয়র পিএ আবুল হোসেন প্রমুখ।

সন্ধ্যার কিছু আগে দুই মেয়র আসেন শেখ রাসেল পার্কে। পার্কে মঞ্চ, ইকো আইটেমের সুইমিংপুল, খেলা মাঠসহ পুরো পার্ক ঘুরে দেখেন। মেয়র আইভী প্রশংসা করে মেয়র লিটন বলেন, এই শেখ রাসেল পার্ক সারা বাংলাদেশের আলোচিত পার্ক হিসেবে পরিচয় দিবে। সবচেয়ে সুন্দর লেগেছে পার্কে ভিতরে ইকো আইটেম করা হয়েছে। এমন পার্ক আসলে মেয়র আইভী প্রশংসার অধিকারী রাখে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:২৮   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ