নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মিত শেখ রাসেল পার্ক পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় পার্কের ভিতরে বাহিরে ইর্কো আইটেম করায় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রশংসা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় দিক দেওভোগস্থ শেখ রাসেল পার্কে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র গাড়ী চড়ে প্রবেশ করেন তিনি। তার সাথে ছিলেন, বডিগার্ড সহ ৪জন।
জানা যায়, বিকালে শেখ রাসেল পার্কে ভিতরে প্রবেশ করেন মেয়র লিটন। এ সময় তিনি পার্কের প্রতিটি স্থানে যান এবং তার মোবাইল দিয়ে ছবি ও ভিডিও করেন। আকস্মিক পরিদর্শনে আসার সংবাদ নাসিক মেয়র ডা. আইভীকে জানান পার্কের দায়িত্বে থাকা কর্মকর্তারা। পরে মেয়র লিটনকে মুঠোফোনে নগরভবনে চা চক্রের আমন্ত্রণ জানান মেয়র আইভী।
এরপর পার্ক ঘুরে নগরভবনে যান মেয়র লিটন। ওখানে দুই মেয়র চা চক্রে আলাপচারিতায় উঠে আসে শেখ রাসেল পার্কের ইতিহাস। এ সময় মেয়র লিটনকে প্রেম বাঁধা শেখ রাসেল পাকের্র একটি ছবি তুলে দেন মেয়র আইভী। চা চক্রের পর পুনরায় শেখ রাসেল পার্কে পরিদর্শনে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নাসিক সিইও শহিদুল ইসলাম, মেয়র পিএ আবুল হোসেন প্রমুখ।
সন্ধ্যার কিছু আগে দুই মেয়র আসেন শেখ রাসেল পার্কে। পার্কে মঞ্চ, ইকো আইটেমের সুইমিংপুল, খেলা মাঠসহ পুরো পার্ক ঘুরে দেখেন। মেয়র আইভী প্রশংসা করে মেয়র লিটন বলেন, এই শেখ রাসেল পার্ক সারা বাংলাদেশের আলোচিত পার্ক হিসেবে পরিচয় দিবে। সবচেয়ে সুন্দর লেগেছে পার্কে ভিতরে ইকো আইটেম করা হয়েছে। এমন পার্ক আসলে মেয়র আইভী প্রশংসার অধিকারী রাখে।
বাংলাদেশ সময়: ১৯:৪১:২৮ ২৯৩ বার পঠিত