পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় আবারও বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) একযোগে সারা দেশের মতো রংপুরেও সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক বলেন, দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। প্রতিটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর শতকরা ২০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। রংপুর বিভাগের ৮ জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৯ হাজার ৫৪৭টি সরকারি বেসরকারি ৬৬ হাজার ৪৫১ জন খুদে শিক্ষার্থী অংশ নেয়; এর মধ্যে রংপুর জেলায় ২৬টি কেন্দ্রে ১০ হাজার ৩২৪ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
এদিকে দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আর অংশ নিয়ে ভালো পরীক্ষা হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
বাংলাদেশ সময়: ১৪:০৬:৩৬ ২২৬ বার পঠিত