দেশের ইতিহাসে সেরা সাকিব

প্রথম পাতা » খেলাধুলা » দেশের ইতিহাসে সেরা সাকিব
শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২



দেশের ইতিহাসে সেরা সাকিব

সাকিব আল হাসানকেই বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হিসেবে বাছাই করেছে দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংগঠনটির ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাকিবকে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদের সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে সাকিবের হাতে সম্মাননা তুলে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংস ক্লাবের সভাপতি ইমরুল হাসান ও এআইপিএস এশিয়ার সভাপতি হি-দং-জং।

‘হীরক জয়ন্তী’ উপলক্ষ্যে এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বিএসপিএ। রাজধানীর একটি হোটেলে বিকাল ৫ টায় শুরু হয় অনুষ্ঠান।

ফুটবলের রাজা পেলের প্রয়াণ উপলক্ষ্যে অনুষ্ঠানে শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের দশ সেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার।

বিএসপিএ জানায়, ঘরোয়া ও আন্তর্জাতিক সাফল্য এবং জনপ্রিয়তার বিচারে সেরা দশ ক্রীড়াবিদকে বাছাই করেছে স্বাধীন ও স্বতন্ত্র বিচারকমণ্ডলী। চুলচেরা বাছাই বিশ্লেষণ প্রক্রিয়া শেষে বিচারকরা চূড়ান্ত ভাবে নির্বাচিত করেছেন বাংলাদেশের সেরা দশ ক্রীড়াবিদকে।

ক্রম অনুসারে মনোনীত শীর্ষ ১০ ক্রীড়াবিদরা হলেন- ক্রিকেটার সাকিব আল হাসান (১ম), ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন (২য়), দাবাড়ু নিয়াজ মোর্শেদ (৩য়), ফুটবলার মোনেম মুন্না (চতুর্থ), বক্সার মোশাররফ হোসেন (৫ম), ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা (৬ষ্ঠ), শুটার আসিফ হোসেন খান (৭ম), স্প্রিন্টার শাহ আলম (৮ম), সাঁতারু মোশাররফ হোসেন খান (৯ম) ও গলফার সিদ্দিকুর রহমান (১০ম)।

একই সঙ্গে দেশের ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ ক্রীড়া সাংবাদিক ও লেখককে হীরক জয়ন্তী সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা পেয়েছেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন।

অন্যরা হলেন- প্রয়াত আব্দুল হামিদ, প্রয়াত তৌফিক আজিজ খান, প্রয়াত বদি-উজ-জামান, মুহাম্মদ কামরুজ্জামান, আব্দুল তৌহিদ, প্রয়াত আতাউল হক মল্লিক, মতিউর রহমান চৌধুরী, দিলু খন্দকার ও শহিদুল আজম।

এ ছাড়া বিশেষ সম্মাননা প্রদান করা হয় ‘জয়-বাংলা’ ব্যাটে মুক্তিযুদ্ধের নায়ক, সাবেক বিএসপিএ সভাপতি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা এএসএম রকিবুল হাসানকে।

বিএসপিএর আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ছিল দেশের শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২৩:০১:০৫   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ
মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি
শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড
টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেই অবসরে যেতে চান মার্টিনেজ
চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে নতুন দুই মুখ
আলমাদা ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ