ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সিউর সাকসেস স্কুল এন্ড ক্যাডেট কোচিংয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া ফাজিল মাদরাসা সংলগ্ন অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিউর সাকসেস স্কুল এন্ড ক্যাডেট কোচিংয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেঙ্গুয়া সাতগম্বুজ বড় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ বাশিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এবং শিক্ষানুরাগী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাক মনির এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিউর সাকসেস স্কুল এন্ড ক্যাডেট কোচিং এর স্বত্বাধিকারী ও পরিচালক রুবেল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন ভূঁইয়া, সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ রউফ, সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মাজেদুর রহমান, মাহাবুবুল আলম বাপ্পি, রঞ্জু আহমেদ খাঁন, হাসানুর রহমান পিন্টু ও আমিনুল ইসলাম মোহন।
এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী শিক্ষার্থীগণ ও অভিভাবকবৃন্দ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি তুলে ধরেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া পুরস্কার গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৫:০৮:৪৮ ৩৯২ বার পঠিত