রূপগঞ্জে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে জাতীয় বই উৎসব। রোববার (১ জানুয়ারি) উপজেলার সরকারী বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় এ বই উৎসব।
ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বই বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্কুলের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, ছাত্তার জুট মিলস মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রতিভা কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অধ্যক্ষ শামীমা আক্তার জুনু, ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন অধ্যক্ষ সাইফুদ্দিন ইউসুফ মিলন। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশিতে মেতে উঠেন স্কুলের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১ জানুয়ারি ২০২৩ তারিখ অর্থাৎ বছরের প্রথম দিনই উদযাপিত হচ্ছে বই উৎসব ২০২৩। সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থী নতুন বই পাচ্ছে এই দিনটিতে। ১ জানুয়ারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মাধ্যমে উদযাপিত হচ্ছে এ বই উৎসব।
বাংলাদেশ সময়: ২২:৩৭:২৯ ২১৭ বার পঠিত