
ঢাকা সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে পরিবহনে চাঁদাবাজিকালে দুই হাজার পাঁচশত টাকাসহ মো. জাকির হোসেন (৪২) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টা দিকে কাঁচপুর মোড়ে চাঁদাবাজিকালে হাতেনাতে চাঁদার টাকাসহ এএসআই শহিদ তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মো. জাকির হোসেন চাঁদপুর জেলার রহমতপুর এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
কাঁচপুুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম এর সত্যতা নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:৩০:২২ ২৫৭ বার পঠিত