শেষ ওভারের নাটকীয়তায় জিতলো ভারত

প্রথম পাতা » খেলাধুলা » শেষ ওভারের নাটকীয়তায় জিতলো ভারত
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



শেষ ওভারের নাটকীয়তায় জিতলো ভারত

শেষ ওভারের নাটকীয়তায় গতরাতে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২ রানে হারিয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে শ্রীলংকা। ব্যাট হাতে নেমে ৭ ওভারে ৪৬ রানে ৩ উইকেট হারায় ভারত। ওপেনার শুভমান গিল-মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ৭ ও সঞ্জু স্যামসন ৫ রানে ফিরেন।
দলের রান ১শ হবার আগে ইশান কিশান ও অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে হারায় ভারত। কিশান ২৯ বলে ৩৭ ও পান্ডিয়া ২৯ রান করেন। ষষ্ঠ উইকেটে ৩৫ বলে ঝড়ো ব্যাটিংয়ে অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটি গড়ে ভারতকে লড়াই করার পুঁজি এনে দেন দীপক হুদা ও অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে ভারত।
১টি চার ও ৪টি ছক্কায় ২৩ বলে ৪১ রান করেন হুদা। ৩টি চার ও ১টি ছয়ে ২০ বলে ৩১ রান করেন প্যাটেল।
জয়ের জন্য ১৬৩ রানের জবাবে খেলতে নেমে ১১ ওভারের মধ্যে দলীয় ৬৮ রানেই ৫ উইকেট হারায় শ্রীলংকা। পরের দিকে ৩টি করে চার-ছক্কায় ২৭ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে ফেরান অধিনায়ক দাসুন শানাকা।
শেষদিকে দলের আশা ধরে রাখেন চামিকা করুনারত্নে। শেষ ওভারে ২ উইকেট হাতে নিয়ে জিততে ১৩ রান দরকার পড়ে সফরকারীদের। ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন করুনারত্নে। শেষ ৩ বলে ৫ রান প্রয়োজনে কোন রান পায়নি লংকানরা। শেষ ২ বলে দুই রান আউটে ১৬০ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন করুনারত্নে। ভারতের অভিষিক্ত পেসার শিবম মাভি ২২ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন হুদা।
আগামীকাল পুনেতে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪০   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ
মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি
শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড
টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেই অবসরে যেতে চান মার্টিনেজ
চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে নতুন দুই মুখ
আলমাদা ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
ডেনমার্কের কাছে হারল রোনালদোর পর্তুগাল, কোনোমতে হার এড়াল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ