ইউক্রেনের জন্য ৩শ’ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের জন্য ৩শ’ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



ইউক্রেনের জন্য ৩শ’ কোটি  মার্কিন ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনের জন্য ৩শ’ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ওয়াশিংটনের এ প্যাকেজে ৫০টি ব্র্যাডলি এবং আরো কয়েক ডজন সাঁজোয়া যান রয়েছে। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের ২৮৫ কোটি এবং বিদেশি সামরিক অর্থায়নের ২২ কোটি ৫০ লাখ ডলারের এ সহায়তা প্যাকেজে কিয়েভের চাওয়া অত্যাধুনিক পশ্চিমা ট্যাঙ্কগুলো অন্তর্ভূক্ত নেই। তবে এখনো ইউক্রেন বাহিনীর জন্য উল্লেখযোগ্য সংখ্যক ফায়ার পাওয়ার সরবরাহ করা হবে।
উপ-সহকারি প্রতিরক্ষামন্ত্রী লরা কুপার সাংবাদিকদের বলেন, ‘আমরা এ পর্যন্ত ইউক্রেনকে সহায়তার যেসব প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছি তার মধ্যে এটি সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজ।’
প্যাকেজের বড় আইটেমগুলো হলো ব্যাডলিস যা ২৫ মিমি অটোকাননের জন্য ৫০০ টো (টিওডব্লিউ) অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল এবং ২৫০,০০০ রাউন্ড গোলাবারুদসহ আসে।
কুপার বলেন, ‘ব্র্যাডলি যানবাহনগুলো ইউক্রেনের প্রায় সব আবহাওয়ায় এবং ভূখ-ে বিশেষকরে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে জটিল যুদ্ধ কৌশল পরিচালনা করার ক্ষমতাকে আরো বাড়িয়ে তুলবে।’
এছাড়াও এ প্যাকেজের আওতায় রয়েছে ১০০ এম-১১৩ এবং ৫৫ এমআরএপি সাঁজোয়া যান, ১৮ ১৫৫ মিমি স্ব-চালিত ছোট কামান বিশেষের পাশাপাশি আর্টিলারি গোলাবারুদ, মর্টার রাউন্ড, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন ছোট অস্ত্র।
কুপার বলেন, স্ব-চালতি এসব কামান বিশেষ ইউক্রেনকে আগে দেওয়া কামান গুলোর তুলনায় দেশটিকে বৃহত্তর সুরক্ষা দেবে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন প্যাকেজকে ‘সময়োপযোগী এবং শক্তিশালী’ হিসেবে উল্লেখ করে এ সহায়তা প্যাকেজের প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:২০   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
স্বাস্থ্য বিভাগের ১০ হাজার কর্মী ছাঁটাই করছেন ট্রাম্প ও মাস্ক
যুক্তরাজ্যে এবার দেখা গেলো পালিয়ে যাওয়া সাবেক ৪ মন্ত্রীকে
মিয়ানমার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন
গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু
জুলাই অভ্যুত্থানে নারীদের মার্কিন সম্মানজনক পুরস্কার, যা বললেন ট্যামি ব্রুস
গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ