ফিল্ডিং মিসের ম্যাচে বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিলো রংপুর

প্রথম পাতা » খেলাধুলা » ফিল্ডিং মিসের ম্যাচে বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিলো রংপুর
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩



ফিল্ডিং মিসের ম্যাচে বরিশালকে ১৫৯ রানের লক্ষ্য দিলো রংপুর

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলগুলোর বড় ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ফিল্ডিং। টুর্নামেন্টের এর আগের তিন দিন ক্যাচ মিসের মহড়া দেখা গিয়েছিল।

রংপুর রাইডার্স-ফরচুন বরিশালের আজকের (১০ জানুয়ারি) ম্যাচে ক্যাচ মিসের মহড়া না ঘটলেও ফিল্ডিং মিসের চিত্র দেখা গেছে। রংপুরের বিপক্ষে বরিশালের ফিল্ডাররা বেশ বাজে বাজে মিস করেছেন।

সেই সুযোগকে কাজে লাগিয়ে নিয়মিত উইকেট হারালেও ১৫৮ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে রংপুর রাইডার্স। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে এই পুঁজি দাঁড় করায় রংপুর। জিততে হলে ফরচুন বরিশালকে করতে হবে ১৫৯ রান।

বরিশালের হয়ে এদিন টসে নামেন সাকিব। এখন থেকে দলটির হয়ে নেতৃত্ব দেবেন জাতীয় দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক। টসে জিতে ফিল্ডিং নিয়ে সাকিব নিজেই প্রথম ওভারে বল হাতে তুলে নেন।

ইনিংসের প্রথম বলেই নাঈম শেখকে বোকা বানিয়ে উইকেটের পেছনে আনামুল হক বিজয়ের ক্যাচে পরিণত করে ফেরান সাকিব। এদিন তিনে পাঠানো হয় মাহেদী হাসানকে। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। ৬ রান করতেই এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটসম্যান।

দলটির তারকা ব্যাটসম্যান সিকান্দার রাজাও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ২ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি। রাজা বোল্ড হওয়ার বলে মুখে আঘাত পান বরিশালের উইকেটরক্ষক বিজয়। যদিও প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান এই ক্রিকেটার।

প্রথম ম্যাচের মটো এদিনও ব্যাট হাতে দারুণ খেলছিলেন রনি তালুকদার। যদিও ফিফটি মিস করেন তিনি। ২৮ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৪০ রান করে আউট হন রনি।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকে রংপুর। এক পর্যায়ে ১১৭ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে রংপুর। তখন দলটির ১৫০ করা নিয়েও সংশয় জাগে। তবে রংপুরের পাকিস্তানি রিক্রুট অভিজ্ঞ শোয়েব মালিকের ব্যাটে শেষ পর্যন্ত লড়াইয়ের সংগ্রহ পায় দলটি।

এই পাকিস্তানি ৩৬ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৫৪ রান করে অপরাজিত থাকেন। রবিউলের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৪১ রান যোগ করেন মালিক। যেখানে রবিউলের ব্যাট থেকেও আসে ১৮ রান।

এই ম্যাচে বাজে ফিল্ডিংয়ের দরুণ অনেকগুলো ওভারথ্রোতে রান দেয় বরিশালের ফিল্ডাররা। এছাড়াও সহজ ফিল্ডিংও মিস করে দলটির ক্রিকেটাররা। কেবল তাই অতিরিক্ত খাত থেকে বরিশালের বোলাররা রান দেয় ২০টি।

যদিও দলটির পক্ষে পাঁচজন বোলার উইকেট পান। যেখানে ২টি করে উইকেট ভাগাভাগি করে নেন চতুরাঙ্গা ডি সিলভা এবং মেহেদী হাসান মিরাজ। সাকিব, করিম জানাত এবং এবাদত হোসেন ১টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৩৮   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ
জোড়া গোলের পর রেকর্ড গড়ে দলকে জেতালেন রোনালদো
রেকর্ডের বন্যা বইয়ে ভারতের সিরিজ জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ