কুমিল্লার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বরিশাল

প্রথম পাতা » খেলাধুলা » কুমিল্লার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বরিশাল
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



কুমিল্লার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম পর্বে টানা দ্বিতীয় দিনেও মাঠে নেমেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। দলটি মুখোমুখি হচ্ছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ (১৪ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সাকিবের বরিশালের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা।

বল হাতে বাজে ফর্মে থাকার কারণে বরিশাল বাদ দিয়েছে পেসার সৈয়দ খালেদ আহমেদকে। তার বদলে সুযোগ দিয়েছেন বাঁ-হাতি পেসার কাজী অনিককে।

এদিকে এবারের আসরে এখনও একটি ম্যাচও জিততে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকা পর্বে দুই ম্যাচে মাঠে নেমে দুটিতেই হেরেছে দলটি। তৃতীয় ম্যাচে জয়ের ধারায় ফেরার লক্ষ্যে একাদশে ব্যাপক পরিবর্তন এনেছে দলটি। কুমিল্লার একাদশের প্রধান তিন বিদেশি ক্রিকেটার মোহাম্মদ নবি, ফজল হক ফারুকি, ডেভিড মালানরা আবুধাবি টি-টোয়েন্টি লিগ খেলতে চলে গেছেন।

তাদের বদলে কুমিল্লা একাদশে টেনেছে মোহাম্মদ রিজওয়ান, চ্যাডউইক ওয়ালটন, হাসান আলীকে। এদিকে দেশি ক্রিকেটারদের মধ্যেও সৈকত আলী, আবু হায়দার রনিদের বিশ্রাম দিয়েছে দলটি। তাদের বদলে সুযোগ পেয়েছেন ঘরোয়া লিগে দারুণ ফর্মে থাকা বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবং নাঈম হাসান।

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বী, ইব্রাহিম জাদরান, চতুরাঙ্গা ডি সিলভা, ইফতিখার আহমেদ, করিম জানাত।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, নাঈম হাসান, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ, চ্যাডউইক ওয়ালটন।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:০৭   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ