চলতি মাসের ২৫ তারিখের মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তবে খরচ কমার সম্ভাবনা নেই।
রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে হাজিদের যাতায়াতসহ বেশকিছু বিষয়ে চুক্তি করেছে সরকার।
‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’ - প্রতি বছর এ ধ্বনিতে মুখরিত হয় পবিত্র মক্কা নগরী। কিন্তু করোনা মহামারির সময় দুবছর বন্ধ ছিল হজযাত্রা। অতিমারির প্রকোপ কমায় গত বছর বাংলাদেশ থেকে অর্ধেক নিবন্ধনকারী হজ করতে পেরেছেন।
তবে আর বিধিনিষেধ নয়। সৌদি আরব ও বাংলাদেশের নতুন চুক্তি অনুযায়ী এবার পূর্ণ কোটায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ মুসল্লি বাংলাদেশ থেকে উড়াল দিতে পারবেন পবিত্র মক্কার উদ্দেশে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ এবং সৌদি এয়ারলাইন্স বাকি ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে। এছাড়া ইউনাইটেড এয়ার এজেন্সির সঙ্গে লাগেজ পরিবহনের চুক্তিও করা হয়েছে। হজযাত্রী পৌঁছানোর আগেই আগেই ওই এজেন্সি লাগেজ পৌঁছে দেবে।
তিনি জানান, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হবে। তবে জ্বালানির মূল্য ও রিয়ালের বিপরীতে টাকার মূল্যমান কমায় খরচ কমার সম্ভাবনা নেই।
ফরিদুল হক খান বলেন, সৌদি রিয়ালের দাম ছিল ২১ বা ২২ টাকা। সেটা এখন বেড়ে হয়েছে প্রায় ৩০ টাকা। তাই হজ প্যাকেজের খরচ না বাড়ালেও রিয়ালের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় খরচ তো এমনিতেও বেড়ে গেল!
বাংলাদেশি হজযাত্রীদের ৭০ শতাংশ জেদ্দা বিমানবন্দর হয়ে যাওয়া-আসা করবেন এবং ৩০ শতাংশ মদিনা বিমানবন্দর হয়ে যাওয়া-আসা করবেন বলেও জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১২:৪৪:১৯ ২৬০ বার পঠিত