লঙ্কানদের সামনে ১৬৬ রানের বিশাল লক্ষ্য দিলো টাইগ্রেসরা

প্রথম পাতা » খেলাধুলা » লঙ্কানদের সামনে ১৬৬ রানের বিশাল লক্ষ্য দিলো টাইগ্রেসরা
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



লঙ্কানদের সামনে ১৬৬ রানের বিশাল লক্ষ্য দিলো টাইগ্রেসরা

‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই’- কঠিন এই কথাটা বড্ড সহজ ভঙ্গিতে এক ভিডিওবার্তায় বলেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের সদস্য স্বর্ণা আক্তার। হয়ত অস্ট্রেলিয়াকে হারানোর পর এই কথাটা ভারী হয়ে যেত দলটির জন্য। তবে নারী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা যে মনে প্রাণে কথাটি বিশ্বাস করে, সেই চিত্র ফুটে উঠে আজকের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিকে তাকালে।

দক্ষিণ আফ্রিকার বেনোনির পার্ক বি ফিল্ডে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের যুবতীরা। যেখানে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে দিলারা আক্তার, আফিয়া প্রত্যাশারা। আগে ব্যাটিং করে লঙ্কান মেয়েদের সামনে ১৬৬ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে টাইগ্রেসরা।

বাংলাদেশের খুদে টাইগ্রেসদের ব্যাটিং সামর্থ্যের অনেকটাই দেখা গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। তবে সেই ম্যাচে টাইগ্রেস ওপেনার আফিয়া প্রত্যাশা দারুণ শুরু পেলেও সেটি ধরে রাখতে পারেননি।

এই ম্যাচে অবশ্য একই ভুল করেননি এই ব্যাটসম্যান। আরেক ওপেনার মিস্টি সাহাকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন আফিয়া। যেখানে এই ব্যাটসম্যানের একারই ছিল ৫৩ রান। আফিয়া ৫টি চার ও ৩টি ছয়ে এই ইনিংসটি সাজিয়েছিলেন।

আফিয়ার বিদায়ের পর আউট হয়ে যান মিস্টিও। তিনি ১৪ রান করেন ২৪ বলে। টাইগ্রেসদের পক্ষে কেবল তিনিই ধীরলয়ে ব্যাটিং করেন এবং একশর কম স্ট্রাইক রেটে রান তোলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে দারুণ খেলা দিলারা আক্তার এবং স্বর্ণা এই ম্যাচেও ঝড়ো ইনিংস খেলেন। এই দুইজন তৃতীয় উইকেট জুটিতে তোলেন অবিচ্ছিন্ন ৮৬ রান।

যার মধ্যে স্বর্ণা ২৮ বলে ৩টি চার ও ২টি ছয়ে বরাবর ফিফটি ছুঁয়ে অপরাজিত থাকেন। অপর প্রান্তে দিলারার ব্যাট থেকেক আসে ৩৬ রান।

লঙ্কানদের বিপক্ষে আজ জিতলেই ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স অনেকটাই নিশ্চিত হয়ে যাবে টাইগ্রেসদের।

বাংলাদেশ সময়: ১৬:১৫:০২   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চ্যাম্পিয়ন্স লিগ: ইন্টারের সাথে পয়েন্ট হারালো সিটি, শেষ মুহূর্তের গোলে পিএসজির জয়
বাংলাদেশ-ভারত: হাসানের তোপে প্রথম সেশন বাংলাদেশের
সিটির বিপক্ষে কী প্রতিশোধ নিতে পারবে ইন্টার?
দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে
অবশেষে হারের মুখ দেখল বাংলাদেশ
চেন্নাই পৌঁছেছে বাংলাদেশ দল
হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জিতল বাংলাদেশ
তিন মাস পর মাঠে নেমেই মেসির জোড়া গোল
প্রথম টি২০’তে ইংল্যান্ডকে ২৮ রানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ