অবশেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার জয়

প্রথম পাতা » খেলাধুলা » অবশেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার জয়
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



অবশেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্লোগান হচ্ছে, ‘জেতো অথবা জেতো।’ অথচ চলতি বছর টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে কোনোভাবেই জিততে পারছিল না দলটি।

শেষদিন তো দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে এসে বলেছিলেন, ‘আমাদের সবকিছুই ঠিকমতো হচ্ছে। ব্যাটসম্যানরাও ভালো টাচে আছে। কিন্তু কিছু একটা হচ্ছে না।’

অবশেষে কিছু একটা হলো। দলের ব্যাটসম্যানরা রান পেলেন। বোলাররা ভালো বল করলেন। হেলিকপ্টারে করে উড়িয়ে আনা মোহাম্মদ রিজওয়ান তো রীতিমতো ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন। যার ফলে টানা তিন হারের পর জয়ের হাসি হেসেছে দলটি।

আজ (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে দলটি। টসে জিতে এদিন আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তুলেছিল চট্টগ্রাম। লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বল আগেই জয় তুলে নিয়েছে কুমিল্লা।

চট্টগ্রামের পক্ষে এদিন সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক শুভাগত হোম। এছাড়াও আফিফ হোসেন ২৯, ম্যাক্স ও’ডোড করেন ২৪ রান। কুমিল্লার পক্ষে তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন, খুশদিল শাহ নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে কুমিল্লাকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস। ২২ বলে ৪টি চার ও ৩টি ছয়ে করেন ৪০ রান। অপরপ্রান্তে অবশ্য মোহাম্মদ রিজওয়ান ধরেই খেলতে থাকেন।

তার সামনে দিয়ে ইমরুল কায়েস ১৫, জনসন চার্লস শূন্য, জাকের আলী ২২ রান করে আউট হয়ে যান। শেষ পর্যন্ত খুশদিলকে নিয়ে দল জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। খুশদিল অপরাজিত থাকেন ১০ রানে। অপরপ্রান্তে রিজওয়ানের সংগ্রহ তখন ৩৭।

বাংলাদেশ সময়: ২৩:১১:১৪   ২২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ