দেশের জিডিপি এখন সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ছাড়িয়ে গেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের জিডিপি এখন সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ছাড়িয়ে গেছে
সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩



দেশের জিডিপি এখন সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ছাড়িয়ে গেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশের অর্থনীতি এখন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের জিডিপি এখন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের উপরে অবস্থান করছে। বিশ্ব অর্থনীতির র‌্যাঙ্কিংয়ে ৩৫তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এ কথা বলেন।
গত ৫ জানুয়ারি সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনে সংসদে রাষ্ট্রপতি এ ভাষণ দেন। রীতি অনুযায়ি এ ভাষণ সম্পর্কে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবটি সমর্থন করেন সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকার।
ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার ষষ্ঠ দিনে আজ অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সরকারি দলের সদস্য ফারুক খান, মোসলেম উদ্দিন, আনোয়ারুল আজিম (আনার), জাফর আলম, আব্দুল মান্নান, রেজাউল করিম বাবলু, গাজী মোহাম্মদ শাহেদ, খাদিজাতুল আনোয়ার, জাকিয়া তাবাসসুম, রতœা আহমেদ, বিকল্পধারার সদস্য আবদুল মান্নান এবং গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
তারা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ, আর্থ-সামাজিক, শিক্ষা, যুব ও ক্রীড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।
আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘বিএনপি শাসনামলে সামগ্রিক জিডিপি ছিল মাত্র ৬০ বিলিয়ন মার্কিন ডলার অথচ এখন তা ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং মালয়েশিয়া ও সিঙ্গাপুরের জিডিপি বিবেচনা করলে তা তার চেয়েও বেশি।’
তিনি বলেন, ‘যেখানে সিঙ্গাপুরের জিডিপি এখন সর্বকালের সর্বোচ্চ ৩৯৬.৯৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং মালয়েশিয়ায় এটি ৩৭২.৯৮ বিলিয়ন মার্কিন ডলার।
সরকারি দলের সদস্য ফারুক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে মাঝারি আয়ের দেশে পরিণত হয়েছে।
গণফোরামের সংসদ সদস্য সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ দেশ।
১৯৭১ সাল থেকে ছত্রিশ বছরে মাথাপিছু আয় ছিল মাত্র ৬০০ মার্কিন ডলার, কিন্তু গত চৌদ্দ বছরে তা ২৪০০ মার্কিন ডলারে পৌঁছেছে উল্লেখ করে বিকল্পধারা বাংলাদেশের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, এই উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে।
বিএনপি-জামায়াতের ভূমিকার কঠোর সমালোচনা করে খুলনা-৬ আসনের আখতারুজ্জামান বলেন, নতুন প্রজন্ম জেগে উঠেছে, দেশে বিএনপি-জামায়াতের দুঃশাসন আর আসবে না।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৭   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ