ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৩তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, মোঃ আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি নদী রক্ষা কমিশনের নিজস্ব অফিস নির্মাণের জন্য জমি ক্রয় এবং নদী রক্ষা কমিশনের লক্ষ্যপূরণে যে ধরনের রিসোর্স ও আইনের সংস্কার প্রয়োজন তা মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে রিপোর্ট তৈরী করার সুপারিশ করে।
কমিটি নদীর দূষণ প্রতিরোধে সিটি কর্পোরেশন/পৌরসভাগুলোর তরল বর্জ্য যেসব নদীতে গিয়ে পড়ে সেখানে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা ও ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে মন্ত্রণালয়কে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নদী রক্ষা কমিশনের অনুদানের বিষয়ে আলোচনা করার সুপারিশ করে।
বৈঠকে নদ-নদী বা জলাশয়ের উপর ব্রিজ নির্মাণের ক্ষেত্রে ব্রীজের উচ্চতার বিষয়ে প্ল্যানিং কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্রীজ নির্মাণ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
কমিটি বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশন এর প্রথম বৈঠক হতে ৪৬তম বৈঠক পর্যন্ত গৃহীত সুপারিশ/সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন/অগ্রগতি এবং বাস্তবায়ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, নদী রক্ষা কমিশন- এর চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৫০:২০ ১৭৯ বার পঠিত