শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়ায় বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে : শামীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়ায় বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে : শামীম
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়ায় বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে : শামীম

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়ায় বাংলাদেশ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়ামোদি মনোভাব ও পৃষ্ঠপোষকতার কারণেই বাংলাদেশের খেলা-ধুলা নতুন করে জাগরিত হয়েছে।
নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নড়িয়া উপজেলায় গতকাল সোমবার তিন দিনব্যাপী শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি একথা বলেন।
উপমন্ত্রী বলেন, যে সকল শিশু-কিশোর ও যুবরা ক্রীড়ার মধ্যে থাকেন, তারা কোন খারাপ নেশার সাথে সম্পৃক্ত হয় না। এসব বিষয় উপলদ্ধি করে দেশের ক্রীড়ার প্রতি অধিক গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়েও স্টেডিয়াম নির্মাণ করেছেন। যার ফলে দেশের শিশু-কিশোর ও বিশেষ করে যুবরা নতুন উদ্যমে জেগে উঠেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ^ মন্দার মধ্যেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। শেখ হাসিনার হাতে বাংলাদেশ কখনোই পিছনে যাবার কোনো সুযোগ নেই।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন প্রমুখ।
প্রতিযোগিতায় উপজেলার ২৬টি মাধ্যমিক স্কুল ও ৬টি মাদ্রাসা অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪৪   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে বাস উল্টে নিহত ৫, আহত ৩৫
নারায়ণগঞ্জে ইপিজেড পরিদর্শনে বিনিয়োগকারীরা, খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা
বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
ইহুদিদের নাম যে কারণে ‘ইহুদি’ হলো
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
ফিলিস্তিনের জনগণ আমাদের স্বজন, ইসরায়েল দখলদার রাষ্ট্র: সুজন
বাবার কবরের পাশেই শায়িত হলো রিপন
মুন্সীগঞ্জে শহীদদের কবর জিয়ারত করলেন ৩ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ