এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা

প্রথম পাতা » খেলাধুলা » এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা

নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান ও এসি মিলান মুখোমুখি হয়েছিল ইতালিয়ান সুপার কাপের ফাইনালে। টানটান রুদ্ধশ্বাস ম্যাচের প্রত্যাশা থাকলেও নেরাজ্জুরিদের দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলের সামনে পাত্তাই পায়নি রোসেনেরিরা। সহজ জয়ে টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান।

বুধবার (১৮ জানুয়ারি) ইতালিয়ান সুপার কাপের ফাইনালে এসি মিলানকে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। প্রথমার্ধে ফেদেরিকো ডিমার্কো এডেন জেঁকোর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান লাউতারো মার্টিনেজ।

কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন বল দখলে এসি মিলান এগিয়ে থাকলেও খেলার নিয়ন্ত্রণ ছিল ইন্টারের হাতেই। রোসেনেরিদের আক্রমণভাগকে একদম নখদন্তহীন করে ফেলেছিল নেরাজ্জুরিদের মধ্যমাঠ।

ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় ইন্টার মিলান খেলার ফল নিজেদের পক্ষে নিয়ে আসে। দারুণ এক প্রতিআক্রমণ থেকে গোল করে নেরাজ্জুরিদের এগিয়ে দেন ডিমার্কো।

২১ মিনিটে ব্যবধান বাড়ান বসনিয়ান স্ট্রাইকার এডেন জেঁকো। কাট করে ভেতরে ঢুকে বটম কর্নার দিয়ে বল জালে জড়ান তিনি। মিলানের স্যান্দ্রো টোনালি স্লাইডিং ট্যাকল করে তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

২ গোলে পিছিয়ে পড়ার পর রোসেনেরিরা ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায়। তবে গোল করার মতো পরিষ্কার সুযোগ তৈরিতে ব্যর্থ হয় তারা। উল্টো ৭৭ মিনিটে প্রতিআক্রমণ থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান ইন্টারের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

এটি ইন্টার মিলানের সপ্তম সুপার কাপ শিরোপা। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানেরও আছে সমান শিরোপা। সর্বাধিক নয়বার আসরটি জিতেছে য়্যুভেন্তাস।

বাংলাদেশ সময়: ১১:১৯:০১   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ
মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি
শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড
টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেই অবসরে যেতে চান মার্টিনেজ
চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে নতুন দুই মুখ
আলমাদা ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ