বন্দরে কিশোর অপরাধী রোহিত-সোহানের সন্ত্রাসী বাহিনীর হামলায় অটো চালক আবুল হোসেন রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২২ জানুয়ারী) বিকেলে বন্দর থানার বাড়ইপাড়া এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত অটো চালকেকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এ ঘটনায় আহত অটোচালক আবুল হোসেন বাদী হয়ে ঘটনার ওই দিন সন্ধ্যায় ৪ জনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।অভিযোগ ও আহত সুত্রে জানা যায়,বন্দর শাহীমসজিদ এলাকার নিরিহ অটোচালক আবুল হোসেন অটোগাড়ি চালিয়ে সংসার চালায়।
প্রতিদিনের ন্যায় রোববার ( ২২ জানুয়ারী) রোববার বিকেলে ৪টায় বন্দর খেয়াঘাটে যাত্রী নামিয়ে বাড়ইপাড়া এলাকায় আসার পথে কিশোর অপরাধী রোহিতের নেতৃত্বে সোহান,তুহিন ও সিহাব অটোচালক আবুল হোসেনকে অকথ্য ভাষায় গালমন্দ করে।
অটোচালক আবুল হোসেন এর প্রতিবাদ করলে রোহিতের নেতৃত্বে উল্লেখিত সন্ত্রাসীরা ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আহত আবুল হোসেনের চিৎকারে আসপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতাবস্থায় স্থানীয়দের সহায়তায় অটোচালক আবুল হোসেনকে বন্দর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২৩:০৪:২৪ ২৫৪ বার পঠিত