বার্সেলোনার মেয়েদের অনন্য কীর্তি, গড়লেন বিশ্বরেকর্ড

প্রথম পাতা » খেলাধুলা » বার্সেলোনার মেয়েদের অনন্য কীর্তি, গড়লেন বিশ্বরেকর্ড
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩



বার্সেলোনার মেয়েদের অনন্য কীর্তি, গড়লেন বিশ্বরেকর্ড

চলতি মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জয়জয়কার চলছে। কিছুদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপের শিরোপা জেতে বার্সা। এ ছাড়া লা লিগায়ও শীর্ষস্থানে আছে জাভির শিষ্যরা। সেই সঙ্গে মেয়েদের লা লিগায়ও শীর্ষে কাতালান ক্লাবটি। লিগে বার্সেলোনার মেয়েরা দুর্দান্ত একটি রেকর্ড গড়েছেন, যা আর নেই ফুটবল ইতিহাসে অন্য কোনো দলের।

বিশ্বের প্রথম দল হিসেবে টানা ৫০ লিগ ম্যাচ জেতার অনন্য কীর্তি গড়েছেন গড়েছেন কাতালান ক্লাবটি। স্প্যানিশ লা লিগায় দুই ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা।

সর্বশেষ ২০২১ সালের জুন মাসে পরাজয়ের স্বাদ পেয়েছিল বার্সেলোনার মেয়েরা। সেবার আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-৩ গোলে পরাজয় বরণ করেছিল দলটি। এরপর খেলা ৫০ টি লিগ ম্যাচের সবকটিই জিতেছে বার্সার নারী দল। যার মধ্যে সর্বশেষ লেভান্তে লাস প্লানাসকে ৭-০ গোলের বিরাট ব্যবধানে হারায় ক্লাবটি।

এই ৫০ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়ার পথে বার্সেলোনার মেয়েরা প্রায় ম্যাচপ্রতি ৫ টি গোল করে মোট ২৪৭টি গোল করেছেন। এই সময়ে তারা হজম করেছেন মাত্র ১৯ টি গোল, যা যেকোনো দলের ক্ষেত্রেই চোখ কপালে তুলে দেওয়ার মতো অবস্থা।

প্রসঙ্গত, মেয়েদের ফুটবলে এক ম্যাচে সর্বোচ্চ দর্শকের রেকর্ডও রয়েছে বার্সেলোনার দখলে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ২০২২ সালের মার্চে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যকার ‘এল ক্লাসিকো’ ম্যাচে উপস্থিত ছিলেন ৯১ হাজার ৫৫৩ জন দর্শক। মেয়েদের চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচটি বার্সেলোনা জেতে ৫-২ গোলের ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৭:২০:০৮   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারের গণসংবর্ধনা
অজি পেসারদের তোপে ১৫০ রানে অলআউট ভারত
ফেডারেশন কাপের একই গ্রুপে আবাহনী ও মোহামেডান
ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র ব্রাজিলের
পেরুকে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
২১০তম ম্যাচের পর ‘প্রথম’ জয় র‌্যাংকিংয়ের ২১০তম দলের
উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের
ক্যারিবিয়ানে বাংলাদেশকেও তুলে ধরতে চায় রংপুর রাইডার্স
৪৩৯ রানের টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হারালো উইন্ডিজ
২-১ গোলের জয়ে বছর শেষ করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ