সরিষাবাড়ীতে ব্যবসায়ী লেনদেন’কে কেন্দ্র করে বাসায় হামলা ভাংচুর ও লুটপাট

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ব্যবসায়ী লেনদেন’কে কেন্দ্র করে বাসায় হামলা ভাংচুর ও লুটপাট
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে ব্যবসায়ী লেনদেন’কে কেন্দ্র করে বাসায় হামলা ভাংচুর ও লুটপাট

ইসমাইল হোসেন জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ী লেনদেন কে কেন্দ্র করে বাসায় হামলা ভাঙচুর ও নগদ অর্থসহ স্বর্ণ অলংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে (৩০ জানুয়ারি) সোমবার সকাল ১১টায় পৌরসভার শিমলা বাজার সংলগ্ন ইস্পাহানি এলাকায়।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায় উপজেলার কামরাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সেলিম মিয়ার ছেলে শিশিরের নেতৃত্বে তালহা, মাহিব ও পান্তসহ অজ্ঞাত ৫০/৬০ জন ছেলে মোটরসাইকেলে এসে অতর্কিত হামলা চালায় মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে আবুল কালামের বাসায়।

এ সময় আবুল কালামের স্ত্রী শিউলি বেগমকে মারপিট করে বাসা থেকে নগদ ১৭ লক্ষ টাকাসহ ১৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে হামলাকারীরা।

এ তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী আবুল কালাম। তিনি আরো বলেন, আমি ঘটনাকালীন সময় ময়মনসিংহ ছিলাম। আমার ছেলে শাফি আমাকে ফোন করে বিষয়টি জানায়। পরে আমি বাসায় এসে দেখতে পারি বাসায় রেখে যাওয়া নগদ অর্থ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

হামলার বিষয়ে আবুল কালাম জানান, স্বাধীনাবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সেলিম মিয়ার সাথে যৌথ কয়লার ব্যবসা করতেন তিনি। গত কয়েকদিন পূর্বে ব্যবসায়িক লেনদেন নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে গত রোববার (২৯ জানুয়ারি) রাতে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসা করে দেন বলে জানান।

কিন্তু আজ সকাল আনুমানিক ১১ দিকে সেলিমের ছেলে শিশিরের নেতৃত্বে অজ্ঞাত ৫০/৬০ লোক সঙ্গবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় আমার বাসায় এবং আমার স্ত্রীকে মারধর করে বাসা থেকে অর্থসহ স্বর্ণ অলংকার লুট করে নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বিষয়টি শুনেছি, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৩২   ৩৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
কৃষিজমি বাঁচাতে হবে: ভূমি উপদেষ্টা
জামালপুরে ভিক্ষা চাওয়ায় ভিক্ষুককে পিটিয়ে আহত
দেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা
গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ: খলিলুর রহমান
গডফাদার কখনোই জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়নি: গিয়াসউদ্দিন
সোনারগাঁয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কিছু মানুষের জন্ম হয়েছে পেছনে থেকে সমালোচনা করার জন্য: ডিসি
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ