যুগোপযোগী চলচ্চিত্র নীতিমালা প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুগোপযোগী চলচ্চিত্র নীতিমালা প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে : তথ্যমন্ত্রী
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



যুগোপযোগী চলচ্চিত্র নীতিমালা প্রণয়নের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে : তথ্যমন্ত্রী

সংসদ ভবন, ৩০ জানুয়ারি, ২০২৩ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ বলেছেন, যুগোপযোগী চলচ্চিত্র নীতিমালা প্রণয়নে সময়ে সময়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য মো. মসিউর রহমান রাঁঙ্গার টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকার চলচ্চিত্র বান্ধব সরকার। এই সরকারের আমলে ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা-২০১৭’ প্রণয়ন করা হইয়াছে। এছাড়া বিভিন্ন নীতিমালা যেমন- চলচ্চিত্র সরকারি অনুদান নীতিমালা, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এইসব নীতিমালার মাধ্যমে চলচ্চিত্রের মান যথাযথ আছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে অনুদান প্রদান, যৌথ প্রযোজনার ছাড়পত্র প্রদান, চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে চলচ্চিত্রের অশ্লীলতা বন্ধ করার জন্য আন্তরিক ও নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যৌথ প্রযোজনা ও অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের চিত্রনাট্য যথাযথভাবে পরীক্ষা করা হয়ে থাকে। প্রিভিউ কমিটিতে এইসব বিষয়ে লক্ষ্য রাখা হয়ে থাকে। সকল চলচ্চিত্র মুক্তির আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড-এর ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করিতে পারে এমন দৃশ্য কর্তন/সংশোধনসহ সেন্সর নীতিমালা অনুসরণপূর্বক কমিটি কর্তৃক ছাড়পত্র প্রদান করা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৪৪   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে বাস উল্টে নিহত ৫, আহত ৩৫
নারায়ণগঞ্জে ইপিজেড পরিদর্শনে বিনিয়োগকারীরা, খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা
বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
ইহুদিদের নাম যে কারণে ‘ইহুদি’ হলো
উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা শারমীন মুরশিদের
ফিলিস্তিনের জনগণ আমাদের স্বজন, ইসরায়েল দখলদার রাষ্ট্র: সুজন
বাবার কবরের পাশেই শায়িত হলো রিপন
মুন্সীগঞ্জে শহীদদের কবর জিয়ারত করলেন ৩ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ