দুই ম্যাচ পর জয়ে ফিরল পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » দুই ম্যাচ পর জয়ে ফিরল পিএসজি
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



দুই ম্যাচ পর জয়ে ফিরল পিএসজি

দুই ম্যাচ পর জয়ে ফিরল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। মঁপিলিয়েরের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লিগ লিডাররা। পিএসজির এ জয়ের দিনে গোল করেছেন লিওনেল মেসিও।

ম্যাচ শুরু হতে না হতেই ডি-বক্সে এমবাপ্পেকে ফাউল করে বসলো মঁপিলিয়েরের ডিফেন্ডার জুলিয়ান। তবে সেই ফাউল থেকে পেনাল্টিটা কাজে লাগাতে পারেননি ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তার পেনাল্টি রুখে দিলে বল আবারো এমবাপ্পের পায়ে চলে যায়। তবে ফাঁকা জাল পেয়েও গোল করতে পারেননি ২৪ বছর বয়সি এ তারকা। বল পোস্টের ওপর দিয়ে চলে যায়।

এর কিছুক্ষণ পরই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি হিসেবে নামেন একিটিকে। প্রথম হাফে বেশকিছু সুযোগ নষ্ট করেন মেসি-সোলেররা। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় পিএসজি। ম্যাচের ৫৫তম মিনিটে একিটিকের থ্রু বল পেয়ে সহজে বল জালে জড়ান ফ্যাবিয়ান রুইজ। এরপর ম্যাচের ৭২ মিনিটে সেই রুইজের বল থেকে গোল করেন মেসি।

তবে ৮৯তম মিনিটে আলভারোর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে স্কোরলাইন ২-১ করে ফেলেন নুরদিন। পরে যোগ করা সময়ে জায়ার-এমেরির গোলে জয় নিশ্চিত হয় পিএসজির।

এ জয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই।

বাংলাদেশ সময়: ১৩:২৪:০১   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ
মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি
শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড
টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতেই অবসরে যেতে চান মার্টিনেজ
চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে নতুন দুই মুখ
আলমাদা ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ