মায়ের অভিযোগের পর সেই মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মায়ের অভিযোগের পর সেই মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



মায়ের অভিযোগের পর সেই মাদকাসক্ত ছেলেকে আটক করেছে পুলিশ

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : গাইবান্ধায় মায়ের অভিযোগের পর সেই মাদকাসক্ত ছেলে আল আমিনকে (২২) আটক করেছে ফুলছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম উদাখালি গ্রা‌ম থেকে গাঁজা সেবন করা অবস্থায় তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের জেলসহ ৫শ টাকা জরিমানা করেন ফুলছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আ‌নিসুর রহমান। এর আগে গত ৩০ জানুয়ারি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছেলে আল আমিনকে হাজতে রাখতে লিখিত অভিযোগ করেন মা আলেতন বেগম। তিনি উপজেলার উদাখালি ইউনিয়নে পশ্চিউদাখালী গ্রামের আব্দুল মান্নান মিয়ার স্ত্রী।
অভিযোগে মা আলেতন বেগম বলেন, ঢাকায় ইটভাটাতে কাজ করে ছেলে আল আমিনকে এসএসসি পর্যন্ত পড়ালেখা করাইছি। ভালো ও সুন্দর মে‌য়ে দেখে বি‌য়েও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ এলাকার নেশাগ্রস্ত ছে‌লে‌দের সঙ্গে ঘু‌রে আল আমিন এখন নেশা করা ছাড়া থাকতে পারে না। গাঁজা খেয়ে বউকে অত্যাচার করার কারণে আল আমিনের সংসার ভেঙে গেছে। ঋণ নিয়ে ওর বউকে বিদায় করতে হয়েছে।
এসব কথা বলে হাউমাউ করে কেঁদে ও‌ঠেন মা আলেতন বেগম। তিনি আরও বলেন, এক সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আমার আল আমিন। ওর নেশার টাকা জোগাড় করতে ৭০ বছর বয়সী আমার বৃদ্ধ স্বামী আজও কামলা (কৃষাণ) দেয়। নেশার টাকা না দিতে পারলে আমাদেরকে আলামিন মারধর করে। আমরা ওর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছি। তাই ওকে ভালো করার জন্য জেল হাজতে দিতে চাই। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, মাদকাসক্ত আল আমিন বাড়িতে গাঁজা সেবন করছিল। স্থানীয়দের খবরে ফুলছড়ি থানা পুলিশ গাঁজা সেবন অবস্থায় তাকে আটক করে। তাকে হাজতে রাখতে গত দুই দিন আগে তার মা ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেছিলেন। তাকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:০৭   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্দান্ত হামজা, তিন ম্যাচ পর জয় পেল শেফিল্ড
জুলাই গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় : নাহিদ ইসলাম
ট্রাম্প-মোদি-শি নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: মির্জা ফখরুল
সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি : আখতার হোসেন
ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন
শীতলক্ষ্যায় নৌকাডুবি: ১৪ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
কয়লা ব্যবসার নামে প্রতারণা, গ্রেফতার ৪
বিএসসি প্রকৌশলীদের অধিকার নিশ্চিতে ৩ দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ