তীব্র শীতে কাঁপছে কানাডা। গত কয়েকদিনে দেশটিতে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়। প্রতিদিনই বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।
তীব্র শীত আর তুষারপাতে নাকাল কানাডার জনজীবন। গত কয়েকদিন ধরেই দেশটির বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে শৈত্যপ্রবাহ। শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশটিতে সর্বনিম্ন ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বরফে ঢেকে গেছে বাংলাদেশি অধ্যুষিত অন্টারিও, কুইবেক, আলবারটা, ব্রিটিশ কলাম্বিয়া, সাস্কাচুয়ানসহ প্রায় সব কয়টি বড় বড় শহর।
তীব্র শীতে প্রতিদিনই অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি থাকায় অনেকেই বাড়িতে বসেই নিচ্ছেন চিকিৎসা। বৈরি আবহাওয়ার মধ্যেই স্কুল-কলেজ চালু থাকলেও শিশুদের সুরক্ষায় নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।
এক প্রবাসী বাংলাদেশি বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যে আমাদের জনজীবন স্থবির হয়ে পড়েছে। কানাডার সরকার ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে যেন, কুইবেকে যারা বসবাস করছি তারা পার্টি অথবা অন্যান্য চলাচলে সতর্ক থাকে। মুখ-চোখ ঢেকে তারা চলাচলের পরামর্শ দিয়েছে।
আগামী কয়েকদিন তীব্র ঠান্ডা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কানাডার আবহাওয়া বিভাগ। এ অবস্থায় সতর্কতা জারির পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩:২৭:০৯ ১৬১ বার পঠিত