
বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’ ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। মুক্তির ১৫ দিন পেরিয়ে গেলেও বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেই ঝড় তুলেছেন তিনি।
বক্স অফিসের সূত্র অনুযায়ী ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১৭ দিনে ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে ‘পাঠান’। ইয়াশ রাজ ফিল্মসের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী ৯০১ কোটি রুপি, আর ভারতে সিনেমাটি গ্রস আয় ৫৫৮ কোটি ৪০ লাখ রুপি। অন্যদিকে বিদেশে মোট ৩৪২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
চীনের মার্কেট বাদ দিলে বিশ্বে সবচেয়ে বেশি টাকা আয় করা হিন্দি সিনেমা এখন ‘পাঠান’। এদিকে শুধু ভারতেই এই সিনেমার নেট আয় ৪৬৪ কোটি ৮০ লাখ রুপি। এ ছাড়া হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেয়েছে সিনেমাটি।
এ ছাড়া সিনেমাটি ইতিমধ্যে কেজিএফ ২ এর সব রেকর্ড ভেঙে দিয়েছে। এদিকে সিনেমাটি আমাজন প্রাইম ইতিমধ্যে ১০০ কোটি রুপিতে কিনে নিয়েছে। তবে কবে ওটিটিতে মুক্তি পাবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি আমাজন প্রাইম।
সোর্স: কইমই
বাংলাদেশ সময়: ১১:৪০:৩৬ ১৯৬ বার পঠিত