রেকর্ড গড়ে স্বর্ণ জিতে ইমরানুরের ইতিহাস

প্রথম পাতা » খেলাধুলা » রেকর্ড গড়ে স্বর্ণ জিতে ইমরানুরের ইতিহাস
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



রেকর্ড গড়ে স্বর্ণ জিতে ইমরানুরের ইতিহাস

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। বাংলাদেশের এই দ্রুততম মানব প্রতিযোগিতার দ্বিতীয় দিনে আজ (১১ ফেব্রুয়ারি) ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে নিজের ক্যারিয়ারের সেরা টাইমিংয়ের রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ-২০২৩ কাজাকিস্তানের আস্তানা শহরে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আজ সকালে ৬০ মিটার স্প্রিন্টের প্রতিযোগিতায় মাঠে নামেন ইমরান। ২য় হিটে ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের এই দ্রুততম মানব।

যদিও এই স্প্রিন্টারের ব্যক্তিগত সেরা টাইমিং ছিল আরও ভালো। বেলগ্রেডে ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে ৬.৬৪ টাইমিং করেছিলেন তিনি। সেমিফাইনালে নিজের সেই রেকর্ড ভেঙে ৬.৬১ সেকেন্ড টাইমিং নিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফাইনালে জায়গা করে নেন।

৬০ মিটার স্প্রিন্টের ফাইনাল ছিল বাংলাদেশ সময় ৮টা ৫০ মিনিটে। আস্তানার সেই ফাইনালে ইমরান নিজেকে ছাড়িয়ে গেলেন আরেকবার। নিজের ক্যারিয়ার সেরা এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে হংকং এবং জাপানের প্রতিযোগিদের পেছনে ফেলে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের স্বর্ণই জিতে নিলেন ইমরান।

আস্তানা থেকে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু আরটিভি অনলাইনকে মুঠোফোনে জানিয়েছেন, ‘ইমরান ৬.৫৯ টাইমিং নিয়ে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। এটা বাংলাদেশের জন্য ইতিহাস।

ইমরানের এই সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্রীড়া প্রতিমন্ত্রী, অলিম্পিক ফেডারেশনের মহাসচিব, অ্যাথলেটিকস ফেডারেশনের পরিবার দোয়া করায় ধন্যবাদ জানাচ্ছি।’

বাংলাদেশ সময়: ১১:৪৩:৪১   ১৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইআরডি ও আইওএম-এর মধ্যে ৫ মিলিয়ন ইউরোর চুক্তি
ঘরের মাঠে জয় পেয়েও বিদায় অ্যাস্টন ভিলার, সেমিতে পিএসজি
চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
রিতু মনির বীরত্বে রেকর্ড জয় বাংলাদেশের
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
রিশাদের দলের বিপক্ষে নেমেই পিএসএলে ইতিহাস গড়লেন হোল্ডার
২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ
মার্তিনেজের জালে তিন গোল, কাভারাৎসখেলিয়ায় ভর করে পিএসজির জয়
রেকর্ডগড়া রাতে গোল ‘ছিনতাইয়ের’ অভিযোগ, যা বললেন রাফিনিয়া
ফ্রাত্তেসির শেষ মুহূর্তের গোলে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ