টিউশনি দেওয়ার কথা বলে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা মামলায় আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলমগীর হোসেন গোপালগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী ও স্থানীয় ঘোনাপাড়া মোড়ের একটি রেস্টুরেন্টের পরিচালক।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, তিন চার মাস আগে যাত্রাপথে অভিযুক্ত আসামির সঙ্গে ওই ছাত্রীর গণপরিবহনে পরিচয় হয় এবং বাচ্চাদের প্রাইভেট পড়ানোর কথা বলে তার মোবাইল নম্বর নিয়ে নেয়। এরপর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাচ্চাদের পড়ানোর জন্য ওই ছাত্রীকে গোপালগঞ্জ শহরে তার বাসায় যেতে বলেন। ছাত্রী বাসায় যাওয়ার পর আলমগীর হোসেন তাকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করেন। রাতে বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
এ ঘটনায় রোববার বিকেলে র্যাবের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করেন।
বাংলাদেশ সময়: ১৪:৪৮:৫৭ ১৬৬ বার পঠিত #ডেকে #ধর্ষণ #বাসায়