দেশের বিভিন্ন স্থান থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় টিউলিপ ফলের সৌন্দর্য দেখেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় তাদেরকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নারী ফুল চাষিরা।
এ সময় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডাচ নাগরিক আর্নো হ্যামেলিয়ার্স তার সফরসঙ্গী ছিলেন।
স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার আহ্বানে তিনি বাগান পরিদর্শনে এসেছেন।
ডেনমার্কের রাষ্ট্রদূত বাগানে টিউলিপের সৌন্দর্য উপভোগ করেন। বাংলাদেশে এ রকম নেদারল্যান্ডের নান্দনিক টিউলিপ ফুলের চাষ হতে পারে তা দেখে তিনি অভিভূত হন। এ সময় তারা এ অঞ্চলে টিউলিপ চাষের সঙ্গে সম্পৃক্ত ২০ জন নারী কৃষাণীর সঙ্গে টিউলিপ চাষ, ল্যান্ড ও আগামী পরিকল্পনা নিয়ে কথা বলেন। পরে ইএসডিও ও পিকেএসএপের উদ্যোগ পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন রাষ্ট্রদূত।
এ সময় কনসালটেন্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্টের (ইফাদ) দেওয়ান আলমগীর, সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফ এর ভ্যালুচেইন স্পেশালিস্ট মো. রাফিজুল ইসলাম মণ্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:৪৩:২৬ ১৯২ বার পঠিত