নির্বাচনে দাঁড়ান, ২৫ সিটও পাবেন না: শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে দাঁড়ান, ২৫ সিটও পাবেন না: শামীম ওসমান
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩



নির্বাচনে দাঁড়ান, ২৫ সিটও পাবেন না: শামীম ওসমান

বিএনপি’কে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সেনাপ্রধান থেকে শুরু করে সবই আপনাদের লোক ছিল। তখন ২৯টা সিট পেয়েছিলেন কেন? এবার নির্বাচনে দাঁড়ান, ২৫টি সিটও পাবেন না ইনশাআল্লাহ।’

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রাইফেলস ক্লাবে ছাত্রলীগের এক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি’কে উদ্দেশ্য করে সভায় শামীম ওসমান আরও বলেন, ‘তারা নিজের দলের নেতাদের হত্যা করে ইস্যু তৈরি করার চেষ্টা করবে। কারণ যে বসে আছে, সে জানে এ ছাড়া তার কোনও পথ নেই। তবে তারা কিছু করতে পারবে না ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আপনারা ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত খুন-খারাবি করেছেন। আমাদের ওপর অত্যাচার ও নির্যাতন করেছেন। আপনাদের উদ্দেশে বলতে চাই, জনগণ আপনাদের পক্ষে রায় দিলে আপনারা ক্ষমতায় যান, কোনও আপত্তি নেই। কিন্তু কী করতে যাচ্ছেন, সেই খবর যদি বাংলাদেশের হাতেগোনা ১০টা লোক রাখেন, তার মধ্যে শামীম ওসমান একজন। আমি খবর রাখি।’

ছাত্রলীগে যোগ্যদের নেতৃত্বে আনার কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘আমাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছিল। আমি দেয়াল টপকে পালিয়ে এসেছিলাম। আমাকে মন্ত্রী করতে চেয়েছিল, আমি হইনি। আমরা নিজেদের নেতা ভাবিনি, এখনও ভাবতে চাই না। অনেকে ডাকলে ১০টা লোকও আসে না। কিন্তু নিজেদের নেতা ভাবেন। ছাত্রলীগ নেতাদের বলবো, যাদের সামনে আনবেন সিএস, আরএস, পর্চা দেখে আনবেন। আমরা দেওয়ার মতো লোক চাই। খাই খাই লোক চাই না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৪   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ