সিলেটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার মহিলাদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার মহিলাদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ
বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩



সিলেটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার মহিলাদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সিলেট মহানগরীর ৫ হাজার মহিলাদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় সিলেট মহানগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি। এসময় তিনি বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য দল দেখেনে না, তিনি চান দেশের উন্নয়ন। সিলেট সিটি কর্পোরেশনে বিএনপি’র দলীয় মেয়র থাকার সত্ত্বেও তাকে এই নগরীর উন্নয়নের জন্য যথেষ্ট টাকা বরাদ্দ দিচ্ছেন, ছোট বড় অনেক প্রকল্প দিচ্ছেন, সবধরনে সাহায্য করছেন। যার ফলে মেয়র আরিফুল হক চৌধুরী অনেক অনেক কাজ করার সুযোগ পেয়েছেন। শেখ হাসিনা টাকা ও অনুমোদন দিচ্ছেন বলে মেয়র আরিফ কাজ করতে পেরেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে আজ দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। শেখ হাসিনা গরীবের বন্ধু। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। এ অবস্থায় যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, সেজন্যে এই সরকার দেড় কোটি মানুষের বাসায় সস্তা দরে খাবার ও বিভিন্ন অনুদান পৌঁছে দিয়েছে। গৃহহীনদের ঘর করে দিয়েছে। জনগণের মঙ্গলের ক্ষেত্রে শেখ হাসিনা সব সময় অগ্রসর।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়ন হচ্ছে বলে বিদেশীরা বাংলাদেশের প্রতি আকৃষ্ট হচ্ছে। বিদেশীরা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে। দেশের উন্নয়ন এবং সিলেটকে আরও আধুনিক স্মার্ট নগরীতে পরিণত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বার বার নির্বাচিত করার জন্য তিনি জনগণের প্রতি আহবান জানান। এসময় সম্ভাব্য সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৫১:১৫   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ