যশোরের বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে ৩০ হাজার ডলারসহ এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে বিজিবি।
সোমবার (২০ ফেব্রুয়ারি) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়।
আটককৃত তোফাজ্জল হোসেন (৫১) মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।
লেফট্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আমড়াখালি বিজিবি চেকপোস্টের সুবেদার আহাদ আলীর নেতৃত্বে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশির সময় একজন যাত্রীকে সন্দেহ হয়। এ সময় তাকে তল্লাশি করে তার জুতার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ভারতীয় একটি আইফোনসহ দুটি মোবাইল জব্দ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি মার্কিন ডলার কলকাতা থেকে অবৈধভাবে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন। জব্দ করা ডলার ও মোবাইলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১১:০২:১৯ ১৬৬ বার পঠিত #বেনাপোল বিজিবি চেকপোস্টে ৩০ হাজার ডলারসহ এক বাংলাদেশি য